বিয়ের কনে সেজে আনন্দে আত্মহারা হয়ে মেকআপ রুমে নাচতে শুরু করেন ইপ্সিতা, তারপার..

Sneha Sengupta |

Feb 07, 2024 | 8:30 AM

Ipshita Mukherjee: এক দশক আগেকার সেই 'কেয়া পাতার নৌকো'র সময়কার স্মৃতি জ্বলজ্বল করে উঠেছে আরও একবার। 'জল থৈ থৈ ভালবাসা' ধারাবাহিকে কোকো-টিটোর (ইপ্সিতা-দেবত্তম) বিয়ের ছবি পোস্ট হতেই জিয়া নস্ট্যাল দর্শকের একটা বড় অংশের। আরও একটা বিষয়, সিরিয়ালে ইপ্সিতার বিয়ের লুক নজর কেড়েছে সক্কলের।

বিয়ের কনে সেজে আনন্দে আত্মহারা হয়ে মেকআপ রুমে নাচতে শুরু করেন ইপ্সিতা, তারপার..
দেবত্তম-ইপ্সিতা।

Follow Us

সাদা শাড়ি লাল পাড়ের বেনারসী শাড়ি, অক্সিডাইজ়়ড গোল্ডের গোল পুঁতির গয়না, মাথায় আধুনিক নকশার শোলার মুকুট পরে বিয়ের কনে সেজেছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্য়ায়। না, না ব্যক্তিজীবনে বিয়ে করেননি অভিনেত্রী। তিনি বিয়ে করছেন পর্দায়। অভিনেতা দেবত্তম মজুমদারকে বিয়ে করলেন ইপ্সিতা। সেই সোনা-কিরণের জুটি ফের ফিরল পর্দায়। ১১ বছর আগে ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে নায়ক-নায়িকা জুটি হিসেবে কাজ করেছিলেন দেবত্তম-ইপ্সিতা। সম্প্রতি ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তাঁরা। নায়ক-নায়িকার জুটি হিসেবে ফের পর্দায় দেখা যাচ্ছে তাঁদের।

১১ বছর আগেকার সেই ‘কেয়া পাতার নৌকো’র সময়কার স্মৃতি জ্বলজ্বল করে উঠেছে আরও একবার। ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে কোকো-টিটোর (ইপ্সিতা-দেবত্তম) বিয়ের ছবি পোস্ট হতেই জিয়া নস্ট্যাল দর্শকের একটা বড় অংশের। আরও একটা বিষয়, সিরিয়ালে ইপ্সিতার বিয়ের লুক নজর কেড়েছে সক্কলের।

বিয়ের লুক নিয়ে আলোচনা হতে দেখে যারপরনাই আনন্দে আত্মহারা অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। TV9 বাংলাকে তিনি বলেছেন, “আমার দারুণ লেগেছে এই লুকটা। মেকআপ রুমে প্রথমে নিজেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এতটাই আনন্দ হচ্ছিল যে আমি মেকআপ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নাচ্ছিলাম। সব্বাইকে জিজ্ঞেস করছিলাম আমাকে কেমন দেখতে লাগছে। লুকটা নেটমহলে প্রশংসা কুড়াচ্ছে। আপনাদেরও ভাল লেগেছে দেখে খুব আনন্দ হচ্ছে।”

পর্দায় ইপ্সিতা এবং দেবত্তমের জুটি আজকের নয়। সেই ‘কেয়া পাতার নৌকো’র সময় থেকে একসঙ্গে কাজ করছেন দেবত্তম-ইপ্সিতা। বলেছেন, “দেবত্তম দারুণ কো-অ্যাক্টর। আমি ওকে গল্পদাদু বলি। মেকআপ রুম জমিয়ে রাখে দেবত্তমদা। ওর সঙ্গে ফের জুটিতে কাজ করতে পেরে আমি খুবই আনন্দ পাই।”

‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে দুই বিপরীত মেরুর মানুষের চরিত্রে অভিনয় করেছেন ইপ্সিতা-দেবত্তম। ইপ্সিতা সত্যবাদী এবং দেবত্তম মিথ্যাবাদী। ইপ্সিতা বলেছেন, বাস্তবে কোনও পুরুষ যদি তাঁর সঙ্গে মিথ্যাচার করেন, তা হলে তিনি ছেড়ে চলে যাবেন তাঁকে।

Next Article