লতা মঙ্গেশকর। ভারতের বুকে তিনি নাইটেঙ্গেল। যাঁর কণ্ঠে নিত্যদিন জন্ম নিয়েছে একের পর এক কালজয়ী গান। ৬ ফেব্রুয়ারি ২০২২, সকলকে কাঁদিয়ে চির ঘুমে লতা মঙ্গেশকর, গোটা দেশ শোকে কাতর হয়ে পড়েছিল। আজও মেনে নিতে পারে না ভক্তরা, তিনি নেই। তাল, সুর, ছন্দে-লয়ে তিনি থেকে যাবেন আজীবন। লতা মঙ্গেশকরকে সরস্বতীর বরকন্যাও বলে থাকেন অনেকে। তবে তাঁর জীবনও বিতর্কের বলয় থেকে মুক্তি পায়নি। কখনও উঠে এসেছে তাঁর ব্যক্তিজীবনের সমীকরণ, কখনও আবার উঠে এসেছে কর্মজীবনে তাঁর ‘পলিটিক্স’ করার অভিযোগ। শোনা যায় বহু গায়ক গায়িকাই নাকি তাঁর কেরিয়ারের মধ্যগগণে জায়গা করতে পারেনি।
যদিও লতা মঙ্গেশকর এসকল বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়েই রেখেছিলেন আজীবন। অপ্রয়োজনে খুব একটা মুখ খুলতে দেখা যেত না তাঁকে। যদিও তাঁর সিঁথিতে মাঝে মধ্যেই কেন সিঁদুর দেখা যায়, সেই প্রসঙ্গে সাফ জবাব দিয়েছিলেন লতা। যদিও জল্পনা ছিল অন্য। বিয়ে করবেন না, প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাই-বোনেদেরই সন্তান স্নেহে বড় করার পন নিয়েছিলেন তিনি।
যদিও শোনা যায় একটা সময় BCCI প্রেসিডেন্ট রাজ সিং দুনগাপুরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকরের ভাল বন্ধু ছিলেন রাজ সিং। ফলে বড় বোনের সঙ্গেও তাঁর পরিচিতি তৈর হয়। শোনা যায় সেই সময়ই তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন। লতা মঙ্গশকরকে নাকি তিনি ভালবেসে নাম দিয়েছিলেন মিঠু। তাঁরা একটা সময় বিয়ে করবেন বলেও স্থির করেছিলেন। তবে শোনা যায়, রাজ সিং-এর বাবা এই সম্পর্কের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, লতা রাজ পরিবারের মেয়ে নয় বলে, তাঁর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ফলত, সেই সম্পর্ক সেখানেই ইতি হয়ে যায়। অনেকের ধারণা তাঁরা হয়তো গোপনে বিয়ে করেছিলেন বলেই লতার সিঁথিতে সিঁদুর থাকে। তবে লতা জানিয়ে ছিলেন তিনি কুমারী লতা মঙ্গেশকর, সঙ্গীতের নামে সিঁদুর পরেন।