বচ্চন পরিবারের সঙ্গে নাকি বিবাদ চলছে ঐশ্বর্য রাই বচ্চনের। শ্বশুরবাড়ি ছেড়ে নাকি রাই সুন্দরী মা বৃন্দা রাইয়ের বাড়িতে গিয়ে থাকছেন মেয়ে আরাধ্য়াকে নিয়ে। যদিও এ ব্যাপারে কোনও কথাই বলেননি ঐশ্বর্য কিংবা বচ্চন পরিবারের কেউ। বারবারই এমন কিছু ঘটনা সামনে উঠে আসছে, যাতে মনে হচ্ছে ঐশ্বর্যর সঙ্গে তাঁর স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হতে পারে। ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বর্য-অভিষেক। প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়। বিয়ের আগে নাকি ঐশ্বর্য-অভিষেকের জ্যোতিষ ছক মিলিয়ে দেখা হয়। কী ছিল সেই ছকে? কী কথা লেখা ঐশ্বর্যর প্রেমজীবন সম্পর্কে…
জ্যোতিষ ছকে লেখা আছে, ঐশ্বর্যর প্রেমজীবনে চাঁদ এবং শুক্রের প্রভাব প্রবল। এই দুই গ্রহ তাঁর প্রেমজীবনের মধ্যমণি। বলা আছে, সেই কারণেই নাকি স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হবে সুমধুর। চাঁদ এবং শুক্রের কারণে অভিষেক নাকি তাঁকে বুঝবেন খুবই। ২০২৪ সালে ঐশ্বর্য-অভিষেকের বিবাহিত জীবন হবে রোমাঞ্চকর। শত অশান্তিও ঐশ্বর্য এবং অভিষেকের প্রেমজীবনকে নষ্ট করতে পারবে না। বৃহস্পতি গ্রহটি মদনদেবের মতো তাঁদের রক্ষা করবে সমস্ত ধরনের বিবাদ থেকে।
ঐশ্বর্যর কুষ্ঠি আশ্বাস দিচ্ছে তাঁদের মিলনের। তবুও দুই তারকার দাম্পত্য নিয়ে কেন বারবার উঠছে এত প্রশ্ন? বচ্চন পরিবারের অন্দরে চলছে কোন রহস্যময় সমীকরণ, তা জানেন কেবল বচ্চনরাই।