২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল বহু প্রতিক্ষিত ছবি ফাইটার। যেখানে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের মধ্যে সম্পর্কের সমীকরণ প্রথম থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল। ছবির প্রতি দর্শক মহল থেকে শুরু করে বক্স অফিসের বিস্তর প্রত্যাশা থাকলেও মুক্তির পর একপ্রকার নিরাশ হতে হয়। ছবি ১২ দিনের মাথায় গিয়েও ভারতের বুকে ৩০০ কোটির গণ্ডি পেড়িয়ে উঠতে পারেনি। ফলে ছবি নিয়ে চিন্তার ভাঁজ পরিচালক থেকে প্রযোজকদের কপালে। ছবির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও সম্পর্কের সমীকরণ খুব একটা দর্শক মনে জায়গা করতে পারেনি। রোম্যান্স, মেলোড্রামা, অ্যাকশন, ছবির পরতে-পরতে থাকলেও, তা কোথাও গিয়ে যেন বুনটের অভাবে সেভাবে রাজ করতে পারছে না বক্স অফিসে।
এরই মাঝে আবার নয়া জটিলতায় ছবি। ছবিতে বায়ুসেনার চরিত্রে অভিনয় করতে দেখা যায় হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। ছবির শেষ অংশে তাঁদের চুম্বনের দৃশ্য নিয়ে এবার উঠল আপত্তি। ফলে নয়া জটিলতায় ছবি। ভারতীয় বায়ু সেনার অফিসার অসমবাসী সৌম্যদীপ দাস এবার আইনি নোটিস ধরাল টিম ফাইটারকে। ভারতীয় বায়ু সেনার পোশাকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে পোশাকের সম্মানহানি হয়েছে। আর সেই কারণেই এবার প্রশ্ন তুললেন অফিসার।
এবার তা নিয়ে শোরগোল তুঙ্গে। যদিও এই নোটিস নিয়ে এখনও পর্যন্ত ছবির তরফে কোনও মন্তব্যই করা হয়নি, তবে এই প্রথম নয়, ভারতীয় সেনার পোশাককে অবমাননার জেরে সিরিজ থেকে ছবির দিকে আঙুল উঠেছিল। যা নিয়ে দীর্ঘ আইনি লড়াইও চলতে দেখা যায়। ছবি থেকে দৃশ্য বাদও দিতে হয়েছে অনেক ক্ষেত্রে। তবে এবার ফাইটার টিমের পদক্ষেপ ঠিক কী হবে, তা এখনও পর্যন্ত অজানা।