AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীর্ঘ বিরতির পর দুর্গা রূপে এবার ফিরছেন পায়েল, ‘অকাল বোধন’-এ এবার নয়া চমক

এই মহালয়া অনুষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সান বাংলা পরিবারের পরিচিত শিল্পীরাই। ‘অকাল বোধন’ সম্প্রচারিত হবে মহালয়ার দিন ভোরে, শুধুমাত্র সান বাংলায়। পায়েল দে-র বর্তমান সিরিয়াল ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-তে তিনি 'আলো' চরিত্রে অভিনয় করছেন, যা ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়।

দীর্ঘ বিরতির পর দুর্গা রূপে এবার ফিরছেন পায়েল, 'অকাল বোধন'-এ এবার নয়া চমক
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 7:00 AM
Share

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশে বাতাসে এখন থেকেই যেন পুজো পুজো গন্ধ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর বিজ্ঞাপন, শপিং থেকে প্যান্ডে হপিং, প্ল্যান ইতিমধ্যেই করে ফেলেছেন অনেকেই। পাশাপাশি পুজোর প্রস্তুতিতে ব্যবস্তা বেড়েছে বিভিন্ন চ্যানেলেরও। মহালয়া মানেই আগমনী। আর সেই ভোরে রেডিও-তে মহিষাসুরমর্দিনী না শুনলে যেন বাঙালির পুজো সম্পূর্ণ থেকে যায়। আর তারপরই শুরু হয় ছোটপর্দার চমক।

প্রতি বছরই দর্শকদের মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে, কোন চ্যানেলে দুর্গা রূপে কোন অভিনেত্রী এবার জায়গা করে নিচ্ছেন। আর সেই তালিকায় এবার সামিল অভিনেত্রী পায়েল দে। প্রতি বছরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সেই ধারাকে বজায় রেখেই এ বছর প্রথমবার মহালয়ার বিশেষ আয়োজন করছে সান বাংলা। অনুষ্ঠানের নাম – ‘অকাল বোধন’।

এই বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে বহু বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। ছোটপর্দার অত্যন্ত পরিচিত এই মুখকে এর আগেও দুর্গারূপে দর্শক দেখেছেন। তবে দীর্ঘ কয়েক বছরের বিরতির পর ফের এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আবেগাপ্লুত পায়েল।

তাঁর কথায়, “আমার কাছে এটা একেবারে স্বপ্নপূরণের মতো। প্রতিটি নৃত্যশিল্পীর জীবনেই একবার মহিষাসুরমর্দিনী হওয়ার বাসনা থাকে। ২০১৭ সালে শেষবার এই চরিত্রে অভিনয় করেছিলাম। এত বছর পর ফের সুযোগ করে দেওয়ার জন্য সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমরা রিহার্সালের মধ্যে রয়েছি। ‘অকাল বোধন’-এর চিত্রনাট্যে পৌরাণিক গল্প আর আধুনিকতা—দুটোরই মেলবন্ধন ঘটানো হয়েছে।”

এই মহালয়া অনুষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সান বাংলা পরিবারের পরিচিত শিল্পীরাই। ‘অকাল বোধন’ সম্প্রচারিত হবে মহালয়ার দিন ভোরে, শুধুমাত্র সান বাংলায়। পায়েল দে-র বর্তমান সিরিয়াল ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-তে তিনি ‘আলো’ চরিত্রে অভিনয় করছেন, যা ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়।