‘আদৃতের বিয়েটা মিস করেছে সৌমিতৃষা!’, মিঠাইকে নেমতন্ন করেছিলেন উচ্ছেবাবু?
Adrit-Soumitrisha: প্রায় পাঁচ মাস হয়ে গেল সংসার পেতেছেন কৌশাম্বী চক্রবর্তী এবং আদৃত রায়। নায়কের বিয়ের আগে বিস্তর আলোচনা হয়েছে। কারণ, সে সময় সৌমিতৃষা কুণ্ডুকে জড়িয়ে বিস্তর আলোচনার সৃষ্টি হয়েছিল দর্শক মহলে। এমনকি এক সাক্ষাত্কারে নায়িকা জানিয়েছিলেন তিনি আদৃতের বিয়ের বিষয়ে কিছু জানেন না।
প্রায় পাঁচ মাস হয়ে গেল সংসার পেতেছেন কৌশাম্বী চক্রবর্তী এবং আদৃত রায়। নায়কের বিয়ের আগে বিস্তর আলোচনা হয়েছে। কারণ, সে সময় সৌমিতৃষা কুণ্ডুকে জড়িয়ে বিস্তর আলোচনার সৃষ্টি হয়েছিল দর্শক মহলে। এমনকি এক সাক্ষাত্কারে নায়িকা জানিয়েছিলেন তিনি আদৃতের বিয়ের বিষয়ে কিছু জানেন না। তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী স্বাগতা বসুর মুখে শোনা গেল অন্য কথা। ‘মিঠাই’ সিরিয়ালে অভিনেত্রীকে ঠাম্মির চরিত্রে দেখেছেন দর্শক।
সিরিয়ালের গোটা টিমই একটি পরিবার হয়ে উঠেছিলেন। তবুও সেটে নাকি এমন অনেক ঘটনাই ঘটেছিল যা বদলে দিয়েছিল সহকর্মীদের সমীকরণ। স্বাগতা সাক্ষাত্কারে বলেন, “আদৃত তাঁর বিয়েতে সৌমিতৃষাকে নেমতন্ন করেছে কিনা সেটা তো আর আমরা প্রশ্ন করতে পারি না। তবে এটা ঠিক যে সৌমিকে যখন জিজ্ঞেস করেছিলাম তখন ও বলেছিল শুটিং আছে থাকতে পারবে না। বিয়েতে নেমতন্ন পাওয়া, ওর আসা না আসা এটা সম্পূর্ণটাই ওদের ব্যক্তিগত বিষয়। তবে যাঁরা গিয়েছিলাম। আমরা সবাই খুব আনন্দ করেছি। হ্যাঁ, এটা ঠিক সৌমি সত্যিই অনেক কিছু মিস করেছে।”
উল্লেখ্য, আদৃত-সৌমিতৃষা জুটি খুব অল্প দিনের মধ্যেই দর্শকের মন জয় করে। অনেকে ধরে নিয়েছিলেন বাস্তবেও হয়তো তাঁরা সম্পর্কে রয়েছেন। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। তবে সে সব জল্পনাই যে মিথ্যে তা বোঝা গিয়েছিল চলতি বছরের মে মাসে। ‘মিঠাই’ সিরিয়ালের সেট থেকেই সম্পর্কে জড়ান আদৃত এবং কৌশাম্বী। মে মাসেও বিয়ে করেছেন তাঁরা। মিঠাইয়ের পর আবারও নতুন অবতারে আসতে চলেছেন আদৃত। তবে সৌমিতৃষা মন দিয়েছেন সিনেমা এবং ওয়েব সিরিজের কাজে। আপাতত তাঁকে দেখা যাচ্ছে না বাংলা সিরিয়ালের পর্দায়।