AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhool Bhulaiyaa 2 Advance Booking: ‘ভুল ভুলাইয়া ২’ ছবির অগ্রিম বুকিংয়ে টিকিটের দাম হঠাৎ কেন কমিয়ে দেওয়া হল?

Bhool Bhulaiyaa 2 Advance Booking: ২০ মে মুক্তি পাবে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তাব্বু অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ছবি। ছবির পোস্টার থেকেই ছিল দর্শকের মনে কৌতুহল, কী হতে চলেছে ছবিতে তাই নিয়ে।

Bhool Bhulaiyaa 2 Advance Booking: ‘ভুল ভুলাইয়া ২’ ছবির অগ্রিম বুকিংয়ে টিকিটের দাম হঠাৎ কেন কমিয়ে দেওয়া হল?
অগ্রিম বুকিংয়ে টিকিটের দাম কেন কমানো হল?
| Edited By: | Updated on: May 15, 2022 | 10:24 PM
Share

বছরের শুরু থেকে দক্ষিণে ঝড়ে কাত বলিউড ছবি। আলিয়া ভাট অভিনীত, সঞ্জয়ল লীলা ভনশালী পরিচালিত গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছাড়া কোনও ছবিই বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। সেখানে অল্লু অর্জুন অভিনীত পুষ্পা, রাজামৌলি পরিচালিত, এনটিআর জুনিয়র-রামচরণ অভিনীত আরআরআর, যশ-সঞ্জয় দত্ত অভিনীত প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ ২ ছবি ১০০০ কোটি ক্লাবে ঢুকে পড়েছে অনায়াসে। সেখানে শাহিদ কাপুর অভিনীত জার্সি, অজয় দেবগণ অভিনীত-পরিচালিত রানওয়া ৩৪, যে ছবিতে ছিলেন অমিতাভ বচ্চনও, টাইগার শ্রফ-নওয়াজউদ্দিন অভিনীত হিরোপন্তি ২, এমনকি রণবীর সিং অভিনীত জয়েশভাই জোরদার-ও বক্স অফিসে সাফল্য পায়নি। একের পর এক হিন্দি ছবির এই অসফলতা ইতিমধ্যে ভাবাতে শুরু করেছে বলিউডকে।

২০ মে মুক্তি পাবে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তাব্বু অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ছবি। ছবির পোস্টার থেকেই ছিল দর্শকের মনে কৌতুহল, কী হতে চলেছে ছবিতে তাই নিয়ে। অবশেষে ছবির ট্রেলার লঞ্চ হতেই সেই  কৌতুহল আরও বেড়েছে। ২০০৭ সালে অক্ষয় কুমার, বিদ্যা বালন, শাইনি আহুজা, আমিশা প্যাটেল অভিনীত, প্রিয়দর্শন পরিচালিত ছবি ছিল ব্লগবাস্টার হিট। অক্ষয়ের কমিক সেন্স নিয়ে কোনও কথা হবে না। এবার অক্ষয়ের জুতোয় পা গলিয়েছেন কার্তিক। আগে মুক্তি পাওয়া ছবি থেকে তাঁর কমিক সেন্স নিয়ে দর্শকদের, বিশেষ করে অনুরাগীদের আস্থা রয়েছে। যার ফলে ছবি নিয়ে আশা রয়েছে প্রচুর।

ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। প্রযোজক ভুষণ কুমার, ডিস্টিবিউটার অনিল থাডানি ঠিক করেছেন, ছবি টিকিটের মুল্য কমিয়ে দেওয়ার। যেখানে কেজিএফ ২ ছবির টিকিটের মুল্য ছিল ৩০০ টাকা, সেখানে ভুল ভুলাইয়া ২ ছবির টিকিট ১১০ টাকা, ১৮০ টাকা। কোভিডের পর মানুষের হাতে টাকা কমে গিয়েছে। তাই সকলে যাতে ছবি দেখতে পারেন তাই এই সিদ্ধান্ত বলে দাবি তাঁদের।

কিন্তু প্রশ্ন রয়েছে এখানে। যদি দক্ষিণের ছবি অত মুল্য দিয়ে দেখতে পারেন দর্শক, তাহলে কেন হিন্দি ছবি দেখবেন না? একই দিনে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ধাকড়। ছবির ট্রেলার বলে দিচ্ছে একেবারে নিজেকে ভেঙে অন্য রকম ভাবে আসতে চলেছে এই ছবিতে কঙ্গনা। একদিকে হিন্দি ছবির একের পর এক ফ্লপ হওয়া, সামনে কঙ্গনার সঙ্গে লড়াই, ভয় পেয়েই কি এই সিদ্ধান্ত পরিচালক আনিস বাজমি, ভুষণ কুমারের? তবে এটা ঠিক কার্তিকের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে এই মুহূর্তে। একদিকে অক্ষয়ের সঙ্গে তুলনা, তাতে হিন্দি ছবির ব্যবসায়িক অসফলতা, আবার কঙ্গনার ছবির সঙ্গে মুখোমুখি লড়াই- সব কিছু সামলে ২০ তারিখ কার মুখে হাসি ওঠে, না দুটি ছবিই আগের হিন্দি ছবির মত অসফল হয়, সেটা জানার জন্য সকলের আগ্রহে রয়েছে।