TV9 বাংলা ডিজিটাল: গানের জলসা, স্টেজ পারফরম্য়ান্স এখন অতীত। জেন ওয়াই গানের অনুষ্ঠান বলতে বোঝে ‘রুফটপ কনসার্ট'(‘চন্দ্রবিন্দু’খ্য়াত উপল সেনগুপ্তের ‘রুফটপ কনসার্ট’ সুযোগ দিয়েছে নতুন প্রজন্মের অনেক প্রতিভাকে)। খোলা আকাশের নীচে ছাদে বাদ্যযন্ত্র, মাইক লাগিয়ে গানের আসর। এবার রুফটপ ছাড়িয়ে কনসার্ট হয়ে উঠবে আরও অভিনব – ‘ব্যালকনি সেশনস’ (Balcony sessions)। চারজন সঙ্গীত শিল্পী একজোট হয়েছেন শুধু গান ভালবেসে। এই চারজনের পেশা যদিও একেবারেই ভিন্ন ধারার, তবে অধ্যবসায়ে কখনও ফাঁকি দেননি তাঁরা। আগামী শনিবার, ২৮ নভেম্বর সন্ধ্য়ায় নিউ টাউনের আর্টস একর-এ বসছে দু’ঘণ্টাব্য়াপী ‘ব্যালকনি সেশনস’-এর আসর।
গিটারে রয়েছেন রাহুল নন্দী। সঙ্গীতের আবহেই তাঁর বেড়ে ওঠা। মা পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী রাহুল ইতিমধ্যেই শিল্পী রাঘব চট্টোপাধ্য়ায়, মৌসুমী ভৌমিক, উদয় বন্দ্যোপাধ্যায়ের গানে সঙ্গত দিয়েছেন। তিনি ভারতীয় এবং পাশ্চাত্য সঙ্গীতে সমান ভাবেই দক্ষ।
ভোকালে রয়েছেন সায়নী বন্দ্য়োপাধ্য়ায়, যিনি আসলে একজন ব্যাঙ্ককর্মী। পেশার তাগিদে বহুদিনের বিরতি গান থেকে। তবে গান গাইলে সুর খেলে যায় গলায় তাঁর। রবীন্দ্র সঙ্গীত, ক্ল্য়াসিকাল থেকে আধুনিক… সবেতেই সমান দক্ষ সায়নী।
এ ছাড়াও রয়েছেন অভিনব দাস। বিমা কোম্পানির সঙ্গে যুক্ত। দিল্লির স্কুলে ১১ বছর থেকে তাঁর গান গাওয়া শুরু। ঈশ্বর প্রদত্ত অদ্ভুত সুন্দর কন্ঠে তাঁর স্কুল, কলেজ, অফিস থেকে কনসার্ট, সবাই অভিভূত।
সবশেষে বলতে হবে দেবপম ভরদ্দাজের কথা। এই দলে তিনি গিটার বাজান, আর দলের বাইরে ব্যঙ্ককর্মী। তবে তিনি দীর্ঘ ১২বছর ধরে গিটারের প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে শেখানও। দেবপমের গিটার অন্যমাত্রা দেয় কনসার্টকে।
ছাদের পর এবার ব্য়ালকনির গানের আসর জমে যাবে পুরোদমে।