জন্মদিনের আগের দিন বাড়ির বাইরে নোটিস ঝোলালেন সলমন!

Dec 26, 2020 | 6:57 PM

ফ্যানেদের উদ্দেশ্যে দিলেন বার্তা। কী লিখলেন বলিউডের ভাইজান?

জন্মদিনের আগের দিন বাড়ির বাইরে নোটিস ঝোলালেন সলমন!
সলমন খান।

Follow Us

জন্মদিনের বাকি মাত্র কয়েক ঘণ্টা। তার আগেই মুম্বইয়ে বাড়ির বাইরে নোটিস ঝোলালেন সলমন খান। ফ্যানেদের উদ্দেশ্যে দিলেন বার্তা। কী লিখলেন বলিউডের ভাইজান?
ছোট্ট ওই নোটিসে ভাইজানের অনুরোধ এই বার তাঁর জন্মদিনে কোনও ভক্ত যেন তাঁর মুম্বইয়ের বাড়ির বাইরে ভিড় না জমান। নোটিসে সলমন লিখেছেন, “বিগত বছরে যে পরিমাণ ভালবাসা আমি আমার ভক্তদের কাছ থেকে পেয়ে এসেছি তা বয়ান করা যাবে না। তবে এই বছরটা সবার কাছে আমার অনুরোধ বাড়ির বাইরে ভিড় জমাবেন না।”
করোনার কারণেই যে এই সিদ্ধান্ত সে কথাই জানাতে ভোলেননি পাশপাশি ভক্তদের উদ্দেশ্যে তাঁর আবেদন, “মাস্ক পড়বেন। স্যানিটাইজ করবেন। এবং অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।”

প্রতি বছর জন্মদিন পালন করতে পানভেলে ফার্মহাউজে আসর জমান সলমন। হাজির থাকেন পরিবারের মানুষরাও। বিভিন্ন ফ্যান ক্লাব থেকে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। তাঁর বাড়ির সামনেও ভিড় জমান অগণিত ভক্ত। তবে এ বার সে সবে ‘না’। পানভেলে তিনি যাবেন কিনা তা জানা না গেলেও ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।


কিছু দিন আগেই জন আব্রাহামের জন্মদিনের উপলক্ষে তাঁর অফিসের সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। যদিও মুম্বই পুলিশের নির্দেশে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তাঁরা। অন্যদিকে এ বারে জন্মদিনে ভক্তদের ‘মন্নত’-এর বাইরে ভিড় জমাতে বারণ করেছিলেন শাহরুখ খানও। ফ্যানেদের প্রিয় তারকার নাম ধরে ডাকাডাকি নেই, বারান্দায় হাত নাড়ান নেই, এ বার যেন এক অন্যরকমের জন্মদিন পালন করছে বলিউড।

Next Article