নিন্দকের মুখে ছাই! হাত ধরে মেয়ের অনুষ্ঠান দেখতে হাজির ঐশ্বর্য-অভিষেক

বছর শেষে বাজিমাত বচ্চন পরিবারের। সব আলোচনা, রটনা নস্যাত্‍ করে দিয়ে হাতে হাত ধরে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও। নাতনির অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। প্রতি বছরই ধীরুভাই অম্বানি স্কুলে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিন্দকের মুখে ছাই! হাত ধরে মেয়ের অনুষ্ঠান দেখতে হাজির ঐশ্বর্য-অভিষেক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2024 | 10:52 AM

বছর শেষে বাজিমাত বচ্চন পরিবারের। সব আলোচনা, রটনা নস্যাত্‍ করে দিয়ে হাতে হাত ধরে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও। নাতনির অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। প্রতি বছরই ধীরুভাই অম্বানি স্কুলে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুম্বইয়ের এই স্কুলে পড়ে বলিপাড়ার বেশির ভাগ তারকার সন্তানেরা। ফলে প্রতি বছরই অনুষ্ঠানের দিন তারকার মেলা দেখা যায়। এবছরও তার অন্যথা হয়নি।

শাহরুখ খান থেকে সইফ আলি খান, করিনা কাপুর খান, শাহিদ কাপুর-সহ এসেছিলেন অনেকেই। কিন্তু সকলের নজর ছিল ঐশ্বর্য এবং অভিষেকের দিকে। অনেকেই ভেবেছিলেন আরাধ্যার অনুষ্ঠান দেখতে হয়তো আসবে না বচ্চন পরিবারের কেউ। কিন্তু এ সব ধারণা আদপে যে একেবারেই সত্যি নয় তা বোঝা গেল ভিডিয়ো প্রকাশ্যে আসতে। ঐশ্বর্যর ওড়না মাটিতে লুটিয়ে পড়েছিল। স্ত্রীকে সাহায্য়ও করলেন। ছেলে এবং বৌমাকে একসঙ্গে নিয়ে নাতনির অনুষ্ঠান দেখতে গেলেন অমিতাভ।

অনুষ্ঠান শেষে মেয়ে বউকে নিয়েই স্কুল থেকে বের হন অভিষেক। স্কুল থেকে বেরোতে কিছুটা দেরি হচ্ছিল ঐশ্বর্যর। ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন অভিষেক। তার পর এক গাড়িতে করেই বাড়ি ফেরেন তাঁরা। গত কয়েক মাস ধরে আলোচনা চলছে বচ্চন পরিবারের অন্দরে অশান্তি চলছে। বনিবনা হচ্ছে না তাঁদের। ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। সেই সব আলোচনাই যে একেবারে ভুয়ো তা কিছুটা হলেও আন্দাজ করা যায়। আরাধ্যার জন্মদিনেই সেই আভাস পাওয়া গিয়েছিল। তার পর অভিনেত্রীর পরিবারের একটি অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদেরকেই। সেই ছবিই কার্যত নিন্দকদের মুখ বন্ধ করে দিয়েছিল। আর বছর শেষের এই ছবি সব রটনাই ভেঙে দিল।