‘আমি নিজে ক্ষমা…’, অভিষেকের সঙ্গে অশান্তি নিয়ে যা জানালেন ঐশ্বর্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 08, 2024 | 3:26 PM

Abhishek-Aishwarya Fight: কোথাও গিয়ে এই জুটি প্রমাণ করেছেন, তাঁরা একে অন্য়ের সঙ্গে দিব্য়ি সংসারটা করে যেতে পারবেন। করে চলেছেনও। কিন্তু একটা সময়ের পর ঘটে ছন্দপতন। একের পর এক বিচ্ছেদের জল্পনায় জেরবার হতে দেখা যায় জুটিকে। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন মুখ খুলতে পছন্দ করেন না তাঁরা। 

আমি নিজে ক্ষমা..., অভিষেকের সঙ্গে অশান্তি নিয়ে যা জানালেন ঐশ্বর্য

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। একে অন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালিন খুব একটা চর্চার কেন্দ্রে জায়গা করে নেননি। কারণ দীর্ঘ সময় তাঁদের সম্পর্কের খবর সামনে উঠে আসতে দেখা যায়নি। কিন্তু কোথায় গিয়ে তাঁদের প্রেমের খবর সামনে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠতে দেখা যায়। প্রথমত বয়সের ফারাক, দ্বিতীয়ত একশ্রেণি অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক একপ্রকার মেনে নিতে পারছিলেন না। কিন্তু কোথাও গিয়ে এই জুটি প্রমাণ করেছেন, তাঁরা একে অন্য়ের সঙ্গে দিব্য়ি সংসারটা করে যেতে পারবেন। করে চলেছেনও। কিন্তু একটা সময়ের পর ঘটে ছন্দপতন। একের পর এক বিচ্ছেদের জল্পনায় জেরবার হতে দেখা যায় জুটিকে। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন মুখ খুলতে পছন্দ করেন না তাঁরা।

একবার খোদ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ জল্পনা প্রসঙ্গে জানিয়েছিলেন অভিষেক, তিনি যতক্ষণ আঙুলে আংটি পরে রয়েছেন, ততদিন এই সম্পর্ক অটুট। তবে সম্প্রতিতে তাঁর আঙুলের সেই আংটিও আর দেখা যায় না। যা নিয়ে শুরু হয়ে যায় নানা জল্পনা। তবে একবার ছবির প্রচারে এসে কপিল শর্মা শোয়ে ঐশ্বর্য রাই বচ্চন বলেছিলেন, তাঁদের মধ্যেও খুব সাধারণ জুটির মতো অশান্তি হয়। যে কোনও সম্পর্কেই তা স্বাভাবিক।

এরপরই কপিল প্রশ্ন করে বসেছিলেন, প্রথম সবটা ক্ষমা চেয়ে মিটিয়ে নেন কে? উত্তরে কপিল শর্মা নিজেই বলতে গিয়েছিলেন অভিষেকের নাম। তাঁকে থামিয়ে ঐশ্বর্য বলেন, ”আমি প্রথম সরিটা বলি। সমস্যা মিটিয়ে নিই। আমার এক জিনিস বেশিক্ষণ টানতে ইচ্ছে করে না। তাই আমি আগ বাড়িয়ে আগেভাগে ক্ষমাটা চেয়ে নিয়ে থাকি।” শুনে অবাক হয়েছিলেন কপিল। বলেছিলেন, কে এমন আছে যে সুন্দরী বউও পায়, আবার সে ক্ষমাও চায়…।

Next Article