অর্পিতাকে ‘গওহর’ রূপে দেখে কী বলেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 13, 2024 | 9:18 PM

My Name Is Jaan: বাংলায় মঞ্চের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়। এক রঙিন চরিত্রের নাম। সেই গওহরের জীবন এ বার মঞ্চে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী তিনি। যাঁর গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে। শুধু গান নয়। অসম্ভব ভাল নাচতেন তিনি। অর্পিতাকে গওহর রূপে মঞ্চে দেখে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী?

অর্পিতাকে গওহর রূপে দেখে কী বলেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী?

Follow Us

গওহর জান। বাংলায় মঞ্চের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়। এক রঙিন চরিত্রের নাম। সেই গওহরের জীবন এ বার মঞ্চে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী তিনি। যাঁর গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে। শুধু গান নয়। অসম্ভব ভাল নাচতেন তিনি। গওহরের অভিজাত সৌন্দর্যে সে সময় মুগ্ধ হননি, এমন শিল্পের গুণগ্রাহী পাওয়া দুষ্কর। নাচে, গানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজপতিদের আদর, কুর্নিশ আদায় করে নিয়েছিলেন গওহর। আবার একই সঙ্গে তাঁর ব্যক্তিজীবনে ছিল না-পাওয়া। এই জীবনকেই মঞ্চে তুলে ধরলেন অর্পিতা। পরিচালনার দায়িত্বে ছিলেন থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তী।

এই প্রথম নয়, এর আগেও মাই নেম ইজ জান কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছে। সেবার দর্শক আসনে ছিলেন সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী। তিনিও মুগ্ধ। তাঁর কথায়, “একলা একলা এতটা অভিনয়, গান সামলে নিয়ে, খুব পরিশ্রম করেছে। পুরো টিমই খুব সুন্দর। আমার মনে হয় এটা আরও বড় জায়গায় পৌঁছাবে।” তিন বছর পর আবারও দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে ‘মাই নেম ইজ জান’।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

Next Article