Ram Setu: সময়টা কি খারাপ যাচ্ছে আক্কির, বচ্চন পান্ডে ফ্লপের পর এবার চরম ট্রোল্ড রাম সেতুর পোস্টার

Social Media Trolling: কোথাও গিয়ে কি অক্ষয়ের সেই সমীকরণ বর্তমানে কাজ করছে না। বচ্চন পান্ডে মুক্তি পেতেই ফ্লপ তকমা। এবার রাম সেতুর পালা। জ্যাকলিন-অক্ষয়ের পোস্টার সামনে আসতেই তা চরম ট্রোল্ডের শিকার।

Ram Setu: সময়টা কি খারাপ যাচ্ছে আক্কির, বচ্চন পান্ডে ফ্লপের পর এবার চরম ট্রোল্ড রাম সেতুর পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 6:53 AM

ক্রিম টাইম কি শেষ! গত কয়েকবছর ধরে একের পর এক ছবি হিট লিস্টে নাম লিখিয়েছে অক্ষয় কুমারের। ঝড়ের গতিতে বক্স অফিসে যা আয় করেছে। কিন্তু কোথাও গিয়ে যেন এবার সেই সমীকরণের বেশ কিছুটা খামতি থেকে গেল। এক বছরে ১৬ ফ্লপ ছবি, বি-টাউন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এক সময় যে স্ট্রাগলিং স্টার, তিনিই আজ টিনসেল টাউনের লক্ষ্মীলাভের ভরসা, সত্যি তাই, পর্দায় অক্ষয় কুমার (Bollywood Star Akshay Kumar) মানেই নূন্যতম ১০০ কোটির ক্লাব, তবে সুপারস্টার খান সাম্রাজে সেই ছবি উধাও। না, খানেদের খামতি নিয়ে মুখ খুলতে নারাজ আক্কি, তবে তাঁর মতে সাফল্যে সংজ্ঞা শুনলে অনেকের কাছেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। ঠিক কোন কোন ক্ষেত্রে বাজিমাত করেন অক্ষয় কুমার, কীভাবে তিনি বিগত কয়েক বছরে একের পর এক ভালো ছবি (Block Baster Hit Movie) উপহার দিয়ে যাচ্ছেন!

সম্প্রতি এই নিয়ে মুখ খুলে অক্ষয় কুমার জানান, তিনি সময় সম্পর্কে বেজায় সচেতন। কোনও ছবির পেছনে তিনি ৪৫ থেকে ৫৫ দিনের বেশি সময় দিতে নারাজ। তাঁর কথায় সকলের সময়ের দাম রয়েছে। আর ঠিক এই কারণেই অক্ষয় কুমার বড় কোনও প্রজেক্ট যা টানা বছর ধরে চলবে, এমন ছবির সঙ্গে নিজেকে যুক্ত করেন না। তাতে খরচ বাড়ে, বেড়ে যায় বাজেট, পাশাপাশি একটা ছবির কাজ এতদিন চললে আগামী প্রজেক্টের কাজ পিছিয়ে যায়। তবে এমনটা নয়, যে তিনি কেবল ব্যবসার জন্যই ছবি করে। অক্ষয় কুমার জানান, সোশ্যাল মেসেজ থাকে তাঁর ছবিতে, হাস্যরস থাকে, পাশাপাশি যদি তা অর্থ উপার্জনেও সক্ষম হয়, তবে তো কেল্লাফতে। বিগ বাজেট ছবিই করতে হবে, কে বলেছে!

তবে কোথাও গিয়ে কি অক্ষয়ের সেই সমীকরণ বর্তমানে কাজ করছে না। বচ্চন পান্ডে মুক্তি পেতেই ফ্লপ তকমা। এবার রাম সেতুর পালা। জ্যাকলিন-অক্ষয়ের পোস্টার সামনে আসতেই তা চরম ট্রোল্ডের শিকার। নেটিজেনদের প্রশ্ন, হাতে কেন মশাল, কেনই বা হাতে টর্চ, হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ার পাতায়। কারুর আবার স্পষ্টই প্রশ্ন, যেখানে টর্চ আছে এত পাওয়ারের, সেখানে মশালের প্রয়োজন কী! অক্ষয় কুমারের চেনা সমীকরণেই বারে বারে ফিরে এসেছে বক্স অফিসে সাফল্য। ফিরেছে একশো বা দুশো কোটির ক্লাবের তকমা। কিন্তু ২০২২ কি তবে মুখ ফেরালো এই সুপারস্টারের থেকে, তা আগামী ছবি মুক্তিতেই স্পষ্ট হবে দর্শকদের কাছে।

আরও পড়ুন- Rukmini Maitra: জাহ্নবী ও রুক্মিনীর জীবনে আক্ষেপ একই, চোখের জলে যে স্মৃতি ফিরে আসে বারবার

আরও পড়ুন- Samantha Prabhu: তিন মিনিটের জন্য ৫ কোটি! নোরাকে কড়া টক্কর দিয়ে পুষ্পায় জায়গা করেছিলেন সামান্থা

আরও পড়ুন- Shilpa Shetty: হীরের আংটির টোপ, লোভ সামলাতে না পেরেই তড়িঘড়ি জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা