রণবীর কাপুর ও আলিয়া ভাট এক কথায় বলতে গেলে দিব্যি গুছিয়ে সংসার করছেন। রিল লাইফ থেকে রিয়েল লাইফ সবটাই খুব যত্নহাতে সাজানো। সম্পর্কের শুরু থেকে কাজ, নিজেদের জীবনের একাধিক সিদ্ধান্ত, সবটাতেই যে ছাপ রেখে গিয়েছে এই জুটি তা এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ে। হাতে একাধিক ছবির কাজ এই জুটির। বলিউডে বক্স অফিসের বেহাল অবস্থাতেও চলতি বছরে আলিয়ার দুই ছবি এক কথায় হিট। রণবীরের শামশেরা ফ্লপের মুখ দেখলেও ব্রহ্মাস্ত্র সকলের নজর কাড়ে। তবে ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাধিক সিদ্ধান্তের জেরে তাঁরা বেশ ব্যস্ত। মা-বাবা হতে চলেছেন এই জুটি। তারই মাঝে চলছে নতুন বাড়ির কাজের তদারকি।
জুটি নিজেদের ব্যস্ত সময়সূচী থেকে বেশ কিছুটা সময় করে নিয়ে মুম্বইতে তাঁদের কৃষ্ণ রাজ বাংলো নির্মাণের কাজ পরিদর্শনের হাজির হলেন। লকডাউনের সময় দেখা গিয়েছিল এই জুটিকে নীতু কাপুরের সঙ্গে এসে বাড়ির কাজ খতিয়ে দেখতে। এবার যদিও ফ্রেমবন্দি হলেন তাঁরা একাই। বিশাল এই ভিলা নির্মাণের কাজ চলছে গত তিন বছর ধরেই। বারান্দার রেলিং-এ এসে দাঁড়ায়তেই পাপরাৎজিদের ক্যামেরায় বন্দি দুজনে। এদিন আলিয়া-রণবীর দুজনকেই ক্যাজুয়াল পোশাকে দেখা গেল।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বারান্দার প্রতি ভালবাসা কারও কাছ থেকে অজানা নয়, বিশেষ করে এই দম্পতি মুম্বইতে তাঁদের বাড়ির বারান্দায় গাঁটছড়া বাঁধার পর থেকে। সেখান থেকেই বিয়ের ছবি শেয়ার করে, আলিয়া ভাট একটি দীর্ঘ ক্যাপশনে লিখেছিলেন, ” আমাদের পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে… আমাদের প্রিয় জায়গা – বারান্দায়, আমরা আমাদের সম্পর্কের ৫ বছর কাটানোর পর বিয়ে করলাম।” ফলে বারান্দা বানাতে হবে বিশেষ যত্ন নিয়েই। এই বাড়ি নিয়ে একবার মুখ খুলে রণবীর জানিয়ে ছিলেন যে এখানে একটি বিশাল ঘর তৈরি করা হচ্ছে, যেখানে আলিয়া অভিনীত প্রতিটা চরিত্রের ছবি রাখা থাকবে, তাঁর কথায়, তাঁর থেকেও ভাল অভিনেতা আলিয়া ভাট।