Two Heroes Movie: ‘বিক্রম বেধা’ ছবিতে হৃত্বিক-সইফ একসঙ্গে, দর্শক দুই হিরোর আরও ছবির অপেক্ষায়

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 28, 2022 | 8:20 AM

Two Heroes Movie: ট্রেলার দেখেই দর্শক ‘বিক্রম বেধা’ ছবিতে হৃত্বিক-সইফের যুগলবন্দি দেখতে আগ্রহী। বলিউডে আগও অনেক এমন দুই নায়কের ছবি হয়েছে। আবারও আসছে দুই তরকার ছবি।

1 / 5
Two Heroes Movie: ‘বিক্রম বেধা’ ছবিতে হৃত্বিক-সইফ একসঙ্গে, দর্শক দুই হিরোর আরও ছবির অপেক্ষায়

2 / 5
২৫ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার ছবি থ্যাঙ্ক গড। অজয় কেরিয়ারের শুরু থেকেই অনেক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তরুণ প্রজন্মের সিদ্ধার্থের সঙ্গেও তাঁর স্ক্রিন শেয়ার করতে আপত্তি থাকে না। ছবিতে অজয় চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন। এই নিয়ে অনেক অভিযোগ উঠেছে।

২৫ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার ছবি থ্যাঙ্ক গড। অজয় কেরিয়ারের শুরু থেকেই অনেক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তরুণ প্রজন্মের সিদ্ধার্থের সঙ্গেও তাঁর স্ক্রিন শেয়ার করতে আপত্তি থাকে না। ছবিতে অজয় চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন। এই নিয়ে অনেক অভিযোগ উঠেছে।

3 / 5
শাহরুখ খানকে 'পাঠান' ছবিতে প্রায় চার বছর পর বড় পর্দায় দেখা যাবে। তবে এসআরকে ছবিতে একা নন, জন আব্রাহামও তাঁর সঙ্গে সমানে সমানে টক্কর দেবেন ছবিতে। দুই অভিনেতাই অন্য অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করায় আপত্তি নেই। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে।

শাহরুখ খানকে 'পাঠান' ছবিতে প্রায় চার বছর পর বড় পর্দায় দেখা যাবে। তবে এসআরকে ছবিতে একা নন, জন আব্রাহামও তাঁর সঙ্গে সমানে সমানে টক্কর দেবেন ছবিতে। দুই অভিনেতাই অন্য অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করায় আপত্তি নেই। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে।

4 / 5
করণ জোহর প্রযোজিত 'সেলফি' ছবিতে অক্ষয় কুমার এবং ইমরান হাসমি জুটি বেঁধেছেন। ছবিটি ২০১৯ সালের সিনেমা 'ড্রাইভিং লাইসেন্স' এর রিমেক। যে ছবিতে পৃথ্বীরাজ সুকুমারন এবং সুরজ ভেঞ্জারমুডু অভিনয় করেছিলেন। অক্ষয় যখন সামান্থা প্রভুর সাথে 'কফি উইথ করণ'-এর এই সিজনে উপস্থিত হয়েছিলেন - করণ এবং অক্ষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন যে তারা একসঙ্গে একটি চলচ্চিত্র করছেন। অনেক অভিনেতা স্ক্রিপ্টটি প্রত্যাখ্যান করেছিলেন কারণ এটি দুই নায়কের সিনেমা। অক্ষয় এগিয়ে আসে, কারণ তিনিও আগে অন্য নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইমরান হাসমিও রাজি হন অক্ষয়ের সঙ্গে কাজ করতে। 'সেলফি' ছবিতে নুসরাত ভরুচ্চা এবং ডায়ানা পেন্টি অভিনয় করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

করণ জোহর প্রযোজিত 'সেলফি' ছবিতে অক্ষয় কুমার এবং ইমরান হাসমি জুটি বেঁধেছেন। ছবিটি ২০১৯ সালের সিনেমা 'ড্রাইভিং লাইসেন্স' এর রিমেক। যে ছবিতে পৃথ্বীরাজ সুকুমারন এবং সুরজ ভেঞ্জারমুডু অভিনয় করেছিলেন। অক্ষয় যখন সামান্থা প্রভুর সাথে 'কফি উইথ করণ'-এর এই সিজনে উপস্থিত হয়েছিলেন - করণ এবং অক্ষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন যে তারা একসঙ্গে একটি চলচ্চিত্র করছেন। অনেক অভিনেতা স্ক্রিপ্টটি প্রত্যাখ্যান করেছিলেন কারণ এটি দুই নায়কের সিনেমা। অক্ষয় এগিয়ে আসে, কারণ তিনিও আগে অন্য নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইমরান হাসমিও রাজি হন অক্ষয়ের সঙ্গে কাজ করতে। 'সেলফি' ছবিতে নুসরাত ভরুচ্চা এবং ডায়ানা পেন্টি অভিনয় করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

5 / 5
দুটি ভিন্ন প্রজন্মের দেশের সবচেয়ে বড় দুই অ্যাকশন তারকা একটি অ্যাকশন-কমেডির জন্য স্ক্রিন শেয়ার করছেন। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ আলি আব্বাস জাফর পরিচালিত 'বাড়ে মিঞা ছোটে মি়ঞা ছবিতে একসঙ্গে কাজ করবেন। একই নামের ছবিতে এর আগে অমিতাভ বচ্চন এবং গোবিন্দা অভিনয় করেছিলেন।

দুটি ভিন্ন প্রজন্মের দেশের সবচেয়ে বড় দুই অ্যাকশন তারকা একটি অ্যাকশন-কমেডির জন্য স্ক্রিন শেয়ার করছেন। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ আলি আব্বাস জাফর পরিচালিত 'বাড়ে মিঞা ছোটে মি়ঞা ছবিতে একসঙ্গে কাজ করবেন। একই নামের ছবিতে এর আগে অমিতাভ বচ্চন এবং গোবিন্দা অভিনয় করেছিলেন।

Next Photo Gallery