কেরিয়ারে ১০ বছরে পা দিলেন আলিয়া ভাট। একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করে গিয়েছেন এই অভিনেত্রী। স্টার কিডের তকমাও গায়ে লেগেছিল আলিয়ার। মহেশ ভাটের কন্যা বলে করণ জোহার তাঁকে হাতে ধরে ছবির জগতে নিয়ে এসেছিলেন, স্বজন পোষণের জন্যই আলিয়া কেরিয়ার তৈরি করতে পেড়েছেন, এমন নানা বিতর্ককে আলিয়া পলকে মুছে দিয়েছিলেন তার পরের পর চরিত্রের দাপটে। কখনও গালি বয় কখনও আবার রাজি, দুর্ধর্ষ চরিত্রে কীভাবে বারে বারে নিজেকে প্রমাণ করতে হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই স্টারকিড। তবে থেকেই বলিউডির সফর চোখে পড়ার মতো।
একের পর এক বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া ভাট। কখনও উঠতে পঞ্জাব কখনও আবার গঙ্গুবাঈ কাথিওয়ারি, একের পর এক ছবি করে বক্স অফিসে ঝড় তুলেছেন আলিয়া। শেষ মুক্তি পাওয়া ছবি ব্রহ্মাস্ত্র এক কথায় সুপারহিট। স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবি থেকে কেরিয়ারের যাত্রা শুরু হলেও তিনি যে কেবলমাত্র কমার্শিয়াল ছবির অভিনেত্রী, কোন প্রতিযোগিতামূলক চরিত্রকে ফুটিয়ে তুলতে অপারক এমনটা নয়। যার ফলে আলিয়াকে ঘিরে এখন দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে।
তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আগামী ছবির তালিকা সবেতেই কড়া নজর রেখে চলেছেন সকলে। কেরিয়ারের ১০ বছরের মাথায়ই এসে মা হতে চলেছেন আলিয়া, গাঁছছড়া বেঁধেছেন কাপুড় পরিবারের সঙ্গে। এবার নিজের এই দশ বছরের কেরিয়ার নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন– তিনি আরও পরিশ্রমে আরও ভাল অভিনেত্রী হয়ে ফিরে আসবেন সিনে দুনিয়ায়। আলিয়া তাঁর ভক্তদের প্রতিজ্ঞা করেন যে, সে আরও উন্নত হয়ে উঠবেন, আরও গভীরে গিয়ে স্বপ্ন দেখবেন এবং আরও পরিশ্রমী হয়ে উঠবেন।