উরফি জাভেদ, ছক ভাঙা প্যাশনের জন্য যিনি রাতারাতি ট্রোলের শিকার হয়ে থাকেন অধিকাংশ সময়ই, তিনিই এবার আজব ডিজাইনের শার্ট পড়ে অবাক করলেন নেটপাড়াকে। কখনও-কখনও গোপনাঙ্গ ঢাকা থাকে ফুল দিয়ে, কখনও আবার কাগজ রাংতা কিংবা তার-সেফটিপিন নানা রকম প্রপ দিয়ে উরফি পলকে পোশাক বানিয়ে ফেলতে সিদ্ধহস্ত। তার এই গুণকে প্রশংসা করেছেন অনেকেই। ফ্যাশনিস্তা মাসাবা জানিয়েছেন উরফির তারিফ না করে পারা যায় না, নিঃসন্দেহে তার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। তবে উরফি জাভেদ তার এই পোশাক নিয়ে স্পষ্টই মন্তব্য করেছেন যে প্রচারের আলোতে থাকতে এবং সোশ্যাল মিডিয়ায় নিজের দাপট বজায় রাখতেই এই চেষ্টা।
কখনও কাঁচ, কখনও তার, এসব দিয়ে পোশাক বানিয়ে পড়তে তাঁর যথেষ্ট কষ্ট হয়। এক একটি পোশাক বানাতে পরিশ্রমও হয় অনেক। তবে এটাই উরফি জাভেদের পরিচয়, যার কারণে তিনি বারে বারে ফিরে আসেন খবরের শিরোনামে। উরফি জাভেদ আরও জানান, এই ভাইরাল হতে গিয়ে পোশাক ডিজাইন করতে তাঁর যে পরিমান অর্থ খরচ লাগে সেটুকুও জোগাড় করার মতো কাজ বলিউড তাকে দেয়নি। বেশ কিছু ছবির প্রস্তাব আসলেও তা যে খুব একটা রুচি কর এমনটা নয়, চিত্রনাট্য পড়ে নিজেই বেরিয়ে এসেছিলেন সে সমস্ত কাজ থেকে।
সোশ্যাল মিডিয়ায় যদিও তার ভক্তের সংখ্যা নিহাতই কম নয়। কারণ অবশ্য একটাই তার ছক ভাঙা পোশাক। তবে এবার তিনি যা করলেন তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ সকলের। একটি কলার তোলা ফুলহাতা নীল শার্ট পরে ক্যামেরার সামনে আসেন উরপি জাভেদ। তবে পেছন ঘুরতেই শরীরের খোলা পীঠ সকলকে চমকে দেয়। এভাবে কোন শার্টকে দিয়ে যেকোনো বোল্ড পোশাক ডিজাইন করা সম্ভব না হয়তো কেবল উরফি ভাবতে পারেন।