দক্ষিণী ছবির বর্তমানের রমরমা বাজার। একের পর এক ছবি হিট হয়েছে সিনে দুনিয়ায়। প্যান ইন্ডিয়াতে ঝড় তুলেছেন কখনও যশ কখনও আবার আল্লু আর্জুন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে ছবির সিক্যুয়েল যেন প্রথম পর্বের থেকে বেশি জনপ্রিয় হয়েছে দর্শকমহলে। যেমন বাহুবলি ২ ঠিক তেমনি আবার কেজিএফ ২। এবার সেই একই ছন্দে দর্শক আশা দেখছে পুষ্পা ২ ছবিকে নিয়ে। যার প্রথম অধ্যায় সারা ভারতে রাজত্ব করেছে, ফলে দ্বিতীয় অধ্যায় যে দাপটের সঙ্গে আরও বড় কিছু হতে চলেছে এমনটা আশা রাখাই যেতে পারে। ছবির পরিচালকেরও ঠিক তেমনটাই মতামত। এবার পুষ্পা ২ ছবিতে থাকতে অনবদ্য অ্যাকশন সিক্যুয়েন্স।
তবে পরিচালকের নজর কেড়েছে আরআরআর ছবির একটি দৃশ্য। যেখানে স্পষ্ট হয়ে উঠতে দেখা গিয়েছে টানটান অ্যাকশন কোরিওগ্রাফ। সেই ছবির দৃশ্য থেকেই এবার একটি নির্দিষ্ট অংশ পুষ্পাতেও রাখার পরিকল্পনা করছেন পরিচালক। যখন জুনিয়ার এনটিআর প্রথম ছবিতে আত্মপ্রকাশ করেন। একটি জঙ্গলে তাঁর সঙ্গে বাঘের মুখোমুখি সংঘর্ষ। সেখানে যেভাবে অভিনেতার ক্ষমতা তুলে ধরা হয়েছে, তেমনই একটি সিক্যুয়েন্স এবার তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে পুষ্পা ২ ছবিতে। এই ছবির পরতে-পরতে জড়িয়ে থাকা নানা রহস্যের মাঝে এবার এক অন্যতম আকর্ষণ হচ্ছে শ্রীভল্লি।
অনেকেই ভেবেছিলেন শ্রীভল্লি ছবিতে হয়তো থাকবে না, অর্থাৎ রশ্মিকা মন্দানা হয়তো এই ছবিতে থাকবে না, কিন্তু তেমনটা নয়, বরং এই ছবির ক্ষেত্রে একগুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই চরিত্রের। শুরু হয়ে গিয়েছে প্রিপ্রোডাকশনের কাজ। পোস্টার তৈরি থেকে শুরু করে লুক, সমস্তটাই সাজিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমানে প্রত্যেকেই নিজের ১০০ শতাংশ দিচ্ছেন এই ছবিতে আরও যত্ন করে তৈরি করতে বলেই খবর দক্ষিণী সূত্রে।