‘পুরুষদের দুনিয়ায় টিকে থাকা সহজ নয়’, আলিয়ার প্রশংসা শুনে চোখে জল সামান্থার

নবরাত্রি শুরু হয়েছে। সবাই যখন সেই আনন্দ করতে ব্যস্ত। তখন অভিনেত্রী আলিয়া ভাট ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচারে। আসতে চলেছে তাঁর নতুন ছবি 'জিগরা'। ছবির প্রচারের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। মঙ্গলবার ছবির প্রচারের জন্য নায়িকা গিয়েছিলেন হায়দরাবাদ।

'পুরুষদের দুনিয়ায় টিকে থাকা সহজ নয়', আলিয়ার প্রশংসা শুনে চোখে জল সামান্থার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 6:04 PM

নবরাত্রি শুরু হয়েছে। সবাই যখন সেই আনন্দ করতে ব্যস্ত। তখন অভিনেত্রী আলিয়া ভাট ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচারে। আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘জিগরা’। ছবির প্রচারের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। মঙ্গলবার ছবির প্রচারের জন্য নায়িকা গিয়েছিলেন হায়দরাবাদ। সেখানেও ছবির প্রচার চালিয়েছেন চুটিয়ে।

নায়িকার হায়দরাবাদের ভিডিয়ো নিমেষে ভাইরাল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত কয়েক বছরে সামান্থার অভিনয়ে মুগ্ধ দর্শক। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নানা ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেত্রীর নাম। ছবির প্রচার অনুষ্ঠানে দর্শকাসনের প্রথম সারিতে সামান্থাকে দেখে আপ্লুত আলিয়া। প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। আলিয়ার মুখ থেকে প্রশংসা শুনে চোখ ছলছল করে উঠল সামান্থার।

আলিয়া বলেন, “প্রিয় সামান্থা, তুমি একজন হিরোইন, তা পর্দায় হোক বা তার আড়ালেই হোক। আমি তোমার প্রতিভা এবং এনার্জির খুব প্রশংসা করি। পুরুষশাসিত দুনিয়ায় একজন এভাবে রাজত্ব করা সহজ নয়। কিন্তু তুমি সেটাই করে দেখিয়েছ। তোমার প্রতিভা আছে এবং সেটিই কাউকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট।” তিনি আরও জানান, অনুষ্ঠানে আমন্ত্রণ পওয়ার মাত্র ৬.৫ সেকেন্ডে মধ্যে আসতে রাজি হয়ে গিয়েছিলেন আলিয়া। এ দিন সামান্থার সঙ্গে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেন নায়িকা।