রাহা জন্মের পরই রণবীরের সঙ্গে অশান্তি শুরু, এ কী বললেন আলিয়া?
Alia-Ranbir: সকলেই তড়িঘড়ি বিয়ের আয়োজন থেকে অবাক হয়েছিলেন। শোনা গিয়েছিলেন আলিয়া ভাট অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নাকি এই বিয়ে। যদিও এই প্রসঙ্গকে কখনই গুরুত্ব দেননি জুটি। বিয়ের একবছর ঘোরার আগেই কোলে আসে সন্তান।
আলিয়া ভাট ও রণবীর কাপুর, বলিউডের অন্যতম চর্চিত জুটি। ব্রহ্মাস্ত্র ছবির সেটেই গোপনে শুরু প্রেম। ছবির প্রচারে এসে প্রথম সম্পর্ক নিয়ে মুখ খোলেন তাঁরা। এর কিছুদিনের মাথায় বিয়ে। কাপুর পরিবারের বিয়ে মানে গালা সেলিব্রেশন, এমনটা কিন্তু এক্ষেত্রে ঘটেনি। বাড়িতেই কাছের মানুষদের নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। একদিনেই সমস্ত রীতি মেনে বিয়ে করেন তিনি। সেদিন রাতেই পার্টি। সকলেই তড়িঘড়ি বিয়ের আয়োজন থেকে অবাক হয়েছিলেন। শোনা গিয়েছিলেন আলিয়া ভাট অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নাকি এই বিয়ে। যদিও এই প্রসঙ্গকে কখনই গুরুত্ব দেননি জুটি। বিয়ের একবছর ঘোরার আগেই কোলে আসে সন্তান।
তবে এ কী কাণ্ড সুখে নেই জুটি! গত কয়েকমাসের বেশ কিছু ছবি দেখে এমন জল্পনা সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। কারণ একটাই, জুটিকে একসঙ্গে খুব কমই দেখা যাচ্ছে। অধিকাংশ সময়ই রণবীর মা নীতুর সঙ্গে পোজ দিতে ব্যস্ত থাকছেন। পাশাপাশি এমন বেশ কিছু ছবি সামনে উঠে আসতে দেখা যায়, যেখানে আলিয়া ও রণবীরের মধ্যে কেমিষ্ট্রি খুব একটা জোরালো নয় বলেই মনে করেন নেটিজেনদের একাংশ।
এবার নিজেই আলিয়া অশান্তির কথা মুখে আনলেন। নাহ, এই অশান্তিতে কোথাও কোনও ভাঙনের ইঙ্গিত নেই। এ এক মিষ্টি গল্প। অভিনেত্রী বললেন, রাহাকে নিয়ে পরিবারে রোজের অশান্তি। রাহা আগে মা বলবে না বাবা! রাহা কাপুরের মুখে আগে ডাক শোনার জন্য কখনও আলিয়া বারবার মা বলাতেন, রণবীর বারবার পাপা বলাতেন। এই নিয়ে রোজ লড়াই চলত।’ একদিন আলিয়া শোনেন রাহা মা বলছে, সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন রণবীরকে। রাহাকে আবার মা বলতে বলায়, সে আস্তে আস্তে বলে। ধৈয্য হারিয়ে আলিয়া বলে, জোরে বলো…। তারপর রাহার মুখে মা ডাক শোনা। এভাবেই কাটছে এখন আলিয়া ভাটের সময়। কাজের পাশাপাশি বেশ কিছুটা সময় তিনি চান তাঁর সন্তানকে দিতে। তাই করেও থাকেন।