AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: কোয়ারেন্টাইনে প্রেমিক, বিয়েতে ‘গেন্দা ফুল’-এ উদ্দাম নাচ আলিয়ার

অন্যদিকে আলিয়ার প্রেমিক রণবীর কাপুর কোভিডে আক্রান্ত হয়েছেন। সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা। আলিয়া নিজেও কোভিড টেস্ট করেন এবং তাঁর টেস্ট নেগেটিভ আসে।

ভিডিয়ো: কোয়ারেন্টাইনে প্রেমিক, বিয়েতে ‘গেন্দা ফুল’-এ উদ্দাম নাচ আলিয়ার
আলিয়ার নাচ।
| Updated on: Mar 14, 2021 | 8:09 PM
Share

আলিয়া ভাট এখন সময় কাটাচ্ছেন জয়পুরে। প্রিয় বন্ধু রিয়া খুরানার বিয়ের মুহুর্তের সাক্ষী হয়ে থাকছেন অভিনেত্রী। বিয়েতে তিনি একা নেই, রয়েছে তাঁর ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’ আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর, দেবিকা আদবানি, কৃপা মেহতা এবং মেঘনা গোয়েল।

আরও পড়ুন ‘ফোটোগ্রাফার’ ক্যাটরিনার ছবি পোস্ট করলেন প্রীতি জিন্টা

এক ভিডিয়োতে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় গান ‘গেন্দা ফুল’ এবং ‘জলেবি বাঈ’তে মঞ্চে উঠে আলিয়া তাঁর বান্ধবীদের সঙ্গে জমিয়ে নাচছেন। সেই নাচ প্রকাশ্যে আসতে কয়েক সেকেন্ডে ভাইরাল হয়ে যায় আলিয়া এবং তাঁর কোম্পানির উদ্দাম নাচ। আলিয়া ভাট নিজের ইনস্টা প্রোফাইল থেকে বিয়ের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। গোলাপী শাড়িতে ‘স্টানিং’ দেখাচ্ছে আলিয়াকে। আকাঙ্ক্ষা রঞ্জন যিনি নিজেও একজন অভিনেত্রী, তিনিও আলিয়ার পোস্ট করা ছবিতে পোজ দিয়েছেন।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লেখেন, ‘আমরা এই ভালবাসা ছবিতে রাখি, আমরা এই মুহূর্তগুলো নিজেদের জন্য তৈরি করি, তবে এরপরে আরও কিছু তৈরি করব।’

অন্যদিকে আলিয়ার প্রেমিক রণবীর কাপুর কোভিডে আক্রান্ত হয়েছেন। সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা। আলিয়া নিজেও কোভিড টেস্ট করেন এবং তাঁর টেস্ট নেগেটিভ আসে। আলিয়া নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘আমি আপনাদের উদ্বেগ এবং যত্নে লেখা সমস্ত মেসেজ পড়েছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, আইসোলেশন এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে আমি আজ থেকে আবার কাজে ফিরে আসছি। আপনার সমস্ত শুভকামনার জন্য আপনাদের ধন্যবাদ। আমি নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদে থাকছি। আপনারাও দয়া করে এটাই করুন”’