‘কোনও কাজ আমার কাছে আসছিল না’, এ কী বললেন আল্লু?

Pushpa 2: বর্তমানে যাঁর একটি ডেট পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে সিনেপাড়া, সেই আল্লু অর্জুনই একটা সময় বসে ছিলেন, হাতে ছিল না একটাও কাজ। সম্প্রতি তাঁর আগামী ছবি পুষ্পা ২-র গান কিসিক-মুক্তিতে সকলের নজর কাড়লেন নিজের কেরিয়ারের কঠিন অধ্যায়ের কথা শেয়ার করে নিয়ে।

'কোনও কাজ আমার কাছে আসছিল না', এ কী বললেন আল্লু?
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 2:35 PM

দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। বক্স অফিসে তিনিই এখন হিট। ‘পুষ্পা’ ছবি যাঁর ভাগ্যের চাকা পলকে পাল্টে দিয়েছে। তবে জানেন কি, একটা সময় ছবি করার জন্য বসে থাকতেন তিনি। কেউ তাঁকে একটা ছবির প্রস্তাব দিতেন না। যদিও ততদিনে সিনেপাড়ায় অভিষেক হয়ে গিয়েছে অভিনেতার। ছবির নাম ছিল গঙ্গোত্রী। ছবি হিট হলেও আদপে কিছুই লাভ হয়নি পর্দার আল্লু। বর্তমানে যাঁর একটি ডেট পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে সিনেপাড়া, সেই আল্লু অর্জুনই একটা সময় বসে ছিলেন, হাতে ছিল না একটাও কাজ। সম্প্রতি তাঁর আগামী ছবি পুষ্পা ২-র গান কিসিক-মুক্তিতে সকলের নজর কাড়লেন নিজের কেরিয়ারের কঠিন অধ্যায়ের কথা শেয়ার করে নিয়ে।

কী বললেন অভিনেতা? আল্লুর কথায়, “পর্দায় হিরো হয়েই আত্মপ্রকাশ করেছিলাম। ছবির নাম গঙ্গোত্রী। তিনি এই ছবিকে সুপারহিটই বানিয়েছিলেন। তবে আমি অভিনেতা হিসেবে কিছু করতে পারিনি। ছবি মুক্তি পাওয়ার পর কেউ আমাকে কাজ দিচ্ছিলেন না। কোনও কাজ আসছিল না আমার কাছে। এরপর আর্য ছবি তৈরি হয়। তারপর আর আমায় ফিরে তাকাতে হয়নি।”

এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি পুষ্পা ছবির পরিচালক সুকুমার প্রসঙ্গে বলেন, “আমার কেরিয়ারে সবথেকে বড় অবদান এই ব্যক্তির। এখনও ও ছবির প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত, আমরা এখানে ওর অভাব অনুভব করছি।” সেই আল্লু অর্জুনের আজ গোটা দেশে সুখ্যাতি। অনুরাগীদের ভালবাসায় ভরছে সোশ্যাল মিডিয়ার পাতা। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।