‘ঐতিহাসিক’, কোভিডের টিকা নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন বিগ-বি
এর আগে বলিউডের সিনিয়র সিটিজনদের মধ্যে শর্মিলা ঠাকুরসহ ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই করোনার টিকা নিয়ে নিলেও নেননি বিগ-বি। তা নিয়ে নানা মহলে উঠেছিল প্রশ্নও। দিন কয়েক আগে নিজের ব্লগে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন বিগ-বি।
অবশেষে কোভিডের টিকা নিলেন অমিতাভ বচ্চন। নিজেই টুইটে সে কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে টুইটে তিনি লেখেন, “অবশেষে হয়েছে। আজ বিকেলে করোনার টিকা নিয়েছি”। বিগ-বি আরও জানান, আপাতত তাঁর দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি।
নিজের ব্লগে টিকাকরণ নিয়ে আরও বিষদে লিখেছেন অমিতাভ। তিনি লেখেন, “অভিষেক ছাড়া পরিবারের বাকি সবাই টিকা নিয়েছে। শুট থেকে ফিরে ও-ও টিকা নেবে।” পাশাপাশি টিকাকরণ প্রক্রিয়াকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, “পুরো প্রক্রিয়াটার বিবরণ দেওয়ার জন্য আরও একটি এক্সক্লুসিভ ব্লগের প্রয়োজন। আমি লিখব কিছু দিন পর।”
এর আগে বলিউডের সিনিয়র সিটিজনদের মধ্যে শর্মিলা ঠাকুরসহ ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই করোনার টিকা নিয়ে নিলেও নেননি বিগ-বি। তা নিয়ে নানা মহলে উঠেছিল প্রশ্নও। দিন কয়েক আগে নিজের ব্লগে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন বিগ-বি।
T 3861 – Got it done ! My CoviD vaccination this afternoon .. All well .. ?
— Amitabh Bachchan (@SrBachchan) April 1, 2021
তিনি লিখেছিলেন, “আমি জানি টিকাকরণ এখন আবশ্যক হয়ে গিয়েছে। তার মধ্যে করোনার নতুন স্ট্রেন এসে বক্স অফিসে খেল দেখাচ্ছে। তাই খুব শীঘ্রই আমিও ভ্যাকসিন নেওয়ার লাইনে নাম লেখাব। দেরি হওয়ার কারণ হিসেবে বিগবি জানান, যেহেতু দিন কয়েক আগেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে, সে কারণেই এই দেরি।”
প্রসঙ্গত, গত দু’মাসে পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। ছানি অপারেশন হয়েছে তাঁর। সে প্রসঙ্গে বিগ-বি’র বলেছিলেন, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।” অবশেষে প্রিয় স্টার টিকা নেওয়ার অনেকটাই নিশ্চিন্তে তাঁর ভক্তকুল।