প্রয়াত ‘ডন’ পরিচালক চন্দ্র বারোট, শোকস্তব্ধ অমিতাভ
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছিল চন্দ্র বারোটের কেরিয়ারের মাইলস্টোন। অমিতাভ বচ্চনের ‘ডন’ চরিত্রে সাবলীল অভিনয় ও কালজয়ী গান আজও দর্শক মনে রাজ করছে।

বলিউডে শোকের ছায়া। রবিবার প্রয়াত হলেন ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট। রবিবার সকালে মুম্বইয়ের এক প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন চন্দ্র বারোট। তাঁর স্ত্রী দীপা বারোট জানিয়েছেন, চিকিৎসার করে, শত চেষ্টা করেও শেষ রক্ষা হল না। ফুসফুসে সংক্রমণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তিনি প্রয়াত হন বলে খবর। যে খবর শুনেই শোকস্তব্ধ অমিতাভ বচ্চন।
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছিল চন্দ্র বারোটের কেরিয়ারের মাইলস্টোন। অমিতাভ বচ্চনের ‘ডন’ চরিত্রে সাবলীল অভিনয় ও কালজয়ী গান আজও দর্শক মনে রাজ করছে। জানেন কি, এই ছবির চিত্রনাট্য দেখে প্রাথমিকভাবে অনেক অভিনেতাই এই ছবিতে কাজ করতে চাননি। তখন চন্দ্র, অমিতাভ এবং জিনাত আমানের প্রচেষ্টায় তৈরি হয়েছিল বলিউডের এই অন্যতম ব্লকবাস্টার ছবি। তখন থেকেই আরও গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। আজ সেই বন্ধুর প্রয়াণের খবর শুনে শোকাহত বিগ বি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “প্রিয় বন্ধু, ও আমার ‘ডন’ ছবির পরিচালক’ এ ক্ষতি ভাষায় প্রকাশ করা কঠিন।”
তিনি ‘ডন’ ছাড়াও এক বাংলা ছবিও পরিচালনা করেছিলেন, নাম ‘আশ্রিতা’। পাশাপাশি ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রুটি কাপড়া অউর মকন’, ‘পেয়ার ভারা দিল’ প্রভৃতি ছবি পরিচালনা করেছেন।
