‘বউ পালালো’-র তালে নাচলেন অনামিকা এবং প্রিয়ঙ্কা

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 22, 2020 | 10:38 AM

পরিচালক অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান রীতিমতো ভাইরাল।

‘বউ পালালো’-র তালে নাচলেন অনামিকা এবং প্রিয়ঙ্কা
অনামিকা এবং প্রিয়ঙ্কা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

অনামিকা চক্রবর্তী (Anamika) এবং প্রিয়ঙ্কা (Priyanka) ভট্টাচার্য। টলিউডের এই দুই নায়িকার বন্ধুত্বের খবর অনেকেই জানেন। ওয়েব সিরিজে অভিনয়ের সময় থেকে বন্ধুত্ব তাঁদের। পার্টি হোক বা ডিনার- একসঙ্গে এনজয় করেন তাঁরা। এবার একসঙ্গে নেচে জমিয়ে দিলেন দুই অভিনেত্রী। ২০২০-র শেষ লগ্নে ভাইরাল ‘টুম্পা’ (Tumpa Sona) ডান্স। ‘বউ পালালো জানলা দিয়ে’-র তালে পা মেলালেন দুই অভিনেত্রী।

ডেনিম, কালো টপ এবং পনিটেলে একই রকম ভাবে সেজেছিলেন তাঁরা। ভিডিও পোস্ট করেও তাঁরা লিখেছেন, টুম্পা এখন ট্রেন্ডিং। তাই তাঁদের এই প্রচেষ্টা।

পরিচালক অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান রীতিমতো ভাইরাল। সাধারণ দর্শক থেকে সেলেব্রিটি সকলেই নাচছেন এই গানের তালে। কখনও অনির্বাণের বিয়েতে সৃজিত, অনির্বাণ, রুদ্রনীল। কখনও বা ধারাবাহিক ‘খড়কুটো’র অফ ক্যামেরায় চলছে টুম্পা গানের সঙ্গে নাচ। কখনও মেয়ের প্রি-বার্থডে সেলিব্রেশনে নেচেছেন শ্রীলেখা মিত্র। কখনও বা শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে রিল ভিডিও তৈরি করতে কোমর দুলিয়েছেন দর্শনা বণিক। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই দুই অভিনেত্রীর নাচও।

আরও পড়ুন, জিতলেন জিৎ, একদিনের জন্য দ্বিতীয় স্থানে যশ! কিন্তু কীসে?

‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানটির নেপথ্যে রয়েছেন আরব দে। অভিনয় করেছেন দীপাংশু আচার্য, সায়ন ঘোষের মতো শিল্পীরা। আর টুম্পার ভূমিকায় দর্শক দেখেছেন সুমনা দাসকে। এই সিরিজের দ্বিতীয় পর্ব ইউটিউবে রিলিজের পর ইউটিউব কর্তৃপক্ষ পর্বটি তুলে নেন। পরে তা আবার রিলিজ করা হয়। এই মুহূর্তে রেস্ট ইন প্রেম সিরিজের পাঁচটা পর্বই রিলিজ হয়ে গিয়েছে। সঙ্গে টুম্পা জায়গা করে নিয়েছে দর্শক মনে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে অমিত শাহ পর্যটক, টুইটারে কটাক্ষ নুসরতের

টেলিভিশনে অনামিকাকে ‘হিয়া’ হিসেবে চিনেছিলেন দর্শক। এই চরিত্র তাঁকে প্রবল জনপ্রিয়তা দিয়েছিল। অন্যদিকে টেলিভিশন, ওয়েব সিরিজে কাজ করার পর আপাতত মুম্বইতে পাড়ি জমাতে চাইছেন প্রিয়ঙ্কা।

Next Article