রবিবার বিকেলে আচমকাই মন খারাপ অঙ্কুশ হাজরার ভক্তদের। এরকমটা যে হতে পারে ভাবতেও পারছেন না তাঁর ভক্তরা। কথা ছিল আগামী ৯ মার্চ মুক্তি পাবে ‘মির্জা’। কিন্তু এ দিন বিকেল গড়াতেই অভিনেতা জানালেন ৯ নয়, বরং আগামী ১১ মার্চ মুক্তি পাবে তাঁর ড্রিম প্রজেক্ট। কেন হঠাৎ পিছিয়ে দেওয়া হল এই ছবির মুক্তি? TV9 Bangla-কে কারণ জানালেন অভিনেতা।
তাঁর কথায়, “আসলে ১০ তারিখ তো চাঁদ দেখা যাবে না। দেখা যেতে যেতে সেই সাতটার পর। চাঁদ না ওঠা পর্যন্ত অনেকেই বললেন ব্যাপারটা শুভ নয়। ১১ তারিখেই ইদ পড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া।” তিনি যোগ করেন, “শুধু আমার এই ছবি বলে নয়, বলিউডের বহু ছবিও ওই কারণে দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে।” এই মুহূর্তে বহরমপুরে রয়েছেন অঙ্কুশ। সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী তথা এই ছবির সহ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। ছবিতে তাঁর চরিত্রের নাম মুসকান। সারা রাজ্য জুড়েই ছবিটির জোর প্রচার চালাচ্ছেন দু’জনে।
এই ছবির মধ্যে দিয়েই প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ছবির জন্য কোনও খামতি রাখতে দেখা যায়নি তাঁকে। প্রথমে ঠিক ছিল যৌথভাবে প্রযোজিত হবে এই ছবি। যদিও পরবর্তীতে প্রতারণার অভিযোগ এনে সেই প্রযোজকের থেকে সরে এসে নিজেই একা হাতে এই ছবি প্রযোজনার সিদ্ধান্ত নেন অঙ্কুশ। বাংলা ছবির খরার দিনে এই ছবিকে নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। যদিও দর্শক রায় দেবেন আগামী ১১ তারিখ। তাঁদের ছবিটি কেমন লাগে, এখন সেটাই দেখার।