চায়নাটাউন ঘরে এনে দেওয়ার দাবি, কোন নায়ক চিনতে পারছেন?
লক্ষণীয়, দুর্গাপুজো আসতে আর মাস তিনেকের অপেক্ষা। তাই পুজোতে কোন ব্র্যান্ড কী প্রচার করবে, কারা হবেন সেই প্রচারের মুখ, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। নায়কদের মধ্যে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ এঁরা বেশ কিছু নামী বিজ্ঞাপনের মুখ হয়ে উঠবেন, তা এখন থেকেই বোঝা যাচ্ছে।

বাংলার তাবড় তারকারা বিজ্ঞাপনের মুখ হন বরাবরই। এবার অঙ্কুশ একটা মশলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। সেই বিজ্ঞাপনে তাঁর যা লুক, তা দেখে চমকে যাওয়ার মতো। TV9 বাংলার তরফে নায়ককে যোগাযোগ করা হলে তিনি বললেন, ”আমাকে অনেকেই জানাচ্ছেন যে, লুকটা দেখে তাঁরা অবাক হয়েছেন।”
এই মুহূর্তে অঙ্কুশ ব্যস্ত রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং নিয়ে। সেখানে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। কিছু দিন আগে শহরের বাইরে ছিলেন ‘রক্তবীজ টু’ ছবির শুটিংয়ের জন্য। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই ছবির শুটিং শেষ করে উচ্ছ্বসিত নায়ক। দুর্গাপুজোতে এবার বক্স অফিসে বাংলা ছবির জোর লড়াই। একদিকে যেমন আছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’, তেমনই আছে আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘রক্তবীজ টু’।
অঙ্কুশ অভিনীত ‘মির্জা’ গত বছর দর্শকদের পছন্দ হয়েছিল। এই বছর ‘মির্জা টু’ ছবির শুটিং শুরু করবেন অভিনেতা। অঙ্কুশ আর ঐন্দ্রিলা সেন অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ আসছে। দুর্গাপুজোর পর কোনও সময়ে মুক্তি পাবে ছবিটা। এখনও তার তারিখ ঘোষণা করা হয়নি। লক্ষণীয়, দুর্গাপুজো আসতে আর মাস তিনেকের অপেক্ষা। তাই পুজোতে কোন ব্র্যান্ড কী প্রচার করবে, কারা হবেন সেই প্রচারের মুখ, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। নায়কদের মধ্যে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ এঁরা বেশ কিছু নামী বিজ্ঞাপনের মুখ হয়ে উঠবেন, তা এখন থেকেই বোঝা যাচ্ছে।





