মা হওয়ার প্রায় আড়াই মাস পর কাজে ফিরলেন অনুষ্কা শর্মা

রণজিৎ দে |

Mar 31, 2021 | 1:46 PM

জানুয়ারি মাসেই বিরুষ্কার ঘরে এসেছে নতুন অতিথি। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। এবার কাজে ফেরার পালা অনুষ্কার।

মা হওয়ার প্রায় আড়াই মাস পর কাজে ফিরলেন অনুষ্কা শর্মা
অনুষ্কা শর্মা

Follow Us

এতদিন তারিয়ে তারিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন অনুষ্কা শর্মা। এবার কাজে ফেরার পালা। ফিরলেনও। মা হওয়ার প্রায় আড়াই মাস পর কাজে ফিরলেন তিনি। তবে কোনও ছবির শুটিং নয়, একটি বিজ্ঞাপনের কাজ দিয়ে সেকেণ্ড ইনিংস শুরু করলেন অনুষ্কা।

জানুয়ারি মাসেই বিরুষ্কার ঘরে এসেছে নতুন অতিথি। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। নাম রেখেছেন ভামিকা। যদিও ভামিকাকে মিডিয়ার আলোয় এখনই নিয়ে আসতে একেবারেই রাজি নন বিরুষ্কা। একেবারে নতুন কায়দায় সমস্ত মিডিয়াকে উপহার পাঠিয়ে তাঁদের সন্তানের ছবি না-তুলতে অনুরোধ করেছেন তাঁরা। একেবারে ঘরোয়া ভাবে নিরিবিলিতে ‘পেরেন্টহুড’ উপভোগ করেছেন বিরুষ্কা। মাতৃত্বের ছুটি কাটিয়ে অনুষ্কা যে ফের চুটিয়ে ছবি করবেন তার আভাস তিনি ভামিকার জন্মের আগেই দিয়েছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে পরিস্কার বলেছিলেন, “সন্তানের জন্মের পর আমি ফের ছবির শুটিং শুরু করব। বাড়িতে এমন এক সিস্টেম চালু করব যাতে বাড়ি,বাচ্চা এবং কাজের মধ্যে আমি একটা ব্যালেন্স করতে পারি। কাজ আমাকে করে যেতেই হবে। যতদিন বাঁচব, কাজ করে যাব। কারণ অভিনয় আমাকে যেভাবে আনন্দে রাখে , আর কিছুতে আমি সেই আনন্দ খুঁজে পাই না।”

যেমন ভাবা তেমন কাজ। অনুষ্কা একটি বিজ্ঞাপনের শুট করে ফের কাজে ফিরলেন। অনুষ্কা শর্মা কাজে ফিরেছেন, অথচ সাংবাদিকদের ক্যামেরাবন্দী হবেন না তা কী করে হয়! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়েও পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটা সাদা রঙের সোয়েটশার্ট এবং ডেনিম জিন্স পরেছেন তিনি। মুখে মাস্ক।বোঝাই যাচ্ছে করোনার সব নিয়মবিধি মেনে তিনি শুট করছেন।

আরও পড়ুন :হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, পিছিয়ে যাচ্ছে ‘সূর্যবংশী’-র রিলিজ

অনুষ্কার পরবর্তী ছবি কী তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’-তে। অভিনয় না করলেও নিজের প্রোডাকশনের কাজ তিনি চালিয়েই গেছেন। তাঁর শেষ প্রোডাকশনের ছবি ‘বুলবুল’ নেটফ্লিক্সে রিলিজ করেছিল।

Next Article