দাউ দাউ করে শরীরে জ্বলল আগুন! সিনেমার শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
মালিক ছবির শুটিং করছিলেন আরিফিন শুভ। শুটিং চলছিল একটি অ্যাকশন দৃশ্যের। চিত্রনাট্য অনুযায়ী, শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। নিরাপত্তা বজায় রেখেই সেই দৃশ্য শুটিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সিনেমার শুটিং করতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশের রাজশাহী অঞ্চলে নায়কের আসন্ন ছবির অ্য়াকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন অভিনেতা। তবে বিপদ ঘটলেও, সিনেমার শুটিং থামাননি অভিনেতা। এমনকী, পরিচালক শুটিং থামাতে চাইলেও এগিয়ে এসে তাঁকে বারণ করেন। তারপর ক্ষত নিয়েই আরিফিন চালিয়ে গিয়েছেন শুটিং।
ঠিক কী ঘটেছে?
‘মালিক’ ছবির শুটিং করছিলেন আরিফিন শুভ। শুটিং চলছিল একটি অ্য়াকশন দৃশ্যের। চিত্রনাট্য অনুযায়ী, শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। নিরাপত্তা বজায় রেখেই সেই দৃশ্য শুটিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুটিং ফ্লোরে সবার সামনেই আগুন লেগে যায় আরিফিনের পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার পর আরিফিন প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই শুটিং ইউনিটের অন্য়ান্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভলেও অভিনেতার পায়ে ক্ষত হয়েছে বলে খবর। তবে জানা যায়, সেই ক্ষত নিয়েই শুটিং শেষ করেছেন আরিফিন শুভ। প্রাথমিক চিকিৎসা করেই শুটিং শেষ করেন তিনি।
পরিচালক সইফ চন্দনের মালিক ছবিতে শুভ ছাড়াও রয়েছেন অভিনেত্রী মিম। আগামী ইদে মুক্তি পাবে এই ছবি।
