ভারতের বিভিন্ন শহরে অরিজিতের কনসার্ট, ঠিক হয়ে গেল দিনক্ষণ
Arijit Singh: অরিজিত্ সিংয়ের গানের কনসার্ট মানেই একটা হইহই ব্যাপার। গায়কের লাইভ কনসার্টে গান শোনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না শ্রোতারা। সম্প্রতি ইউকে জুড়ে গানের শো করেছেন অরিজিত্। এবার ভারতে কনসার্টের দিন ক্ষণ ঘোষণা করলেন।

অরিজিত্ সিংয়ের গানের কনসার্ট মানেই একটা হইহই ব্যাপার। গায়কের লাইভ কনসার্টে গান শোনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না শ্রোতারা। সম্প্রতি ইউকে জুড়ে গানের শো করেছেন অরিজিত্। এবার ভারতে কনসার্টের দিন ক্ষণ ঘোষণা করলেন। সেই দিন ক্ষণ দেখেই গায়কের কলকাতার শ্রোতাদের মন খারাপ। মর্মাহত গায়কের শ্রোতারা।
তিনি এমনটা করতে পারলেন সেটাই বিশ্বাস করতে পারছেন না। কী করেছেন অরিজিত্? গায়ক ভারত জুড়ে কনসার্টের তারিখ এবং জায়গা ঘোষণা করেছেন। কিন্তু সেখানে তালিকায় নেই কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনও শহরই। বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই এবং চেন্নাই এই পাঁচ শহর জুড়ে কনসার্ট হবে গায়কের। কিন্তু কলকাতায় কেন কনসার্ট হচ্ছে না গায়কের সেটা ঘিরেই তৈরি মন খারাপের রেশ।
উল্লেখ্য, সম্প্রতি আরজি কর কাণ্ডে তোলপাড় শহর। এই পরিস্থিতিতে সরব হয়েছিলেন অরিজিত্ও। গান বেঁধেছিলেন গায়ক। যে গান নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমের পাতায়। শুধু তাই নয় গায়ক নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক টুইট করতে থাকেন। তাঁর টুইট নিয়েও আলোচনা হয়েছিল নেটপাড়ায়। এমনকি তিনি জানিয়েছিলেন তিলোত্তমা বিচার না পেলে তিনি গান গাইতে পারছেন না। উল্লেখ্য, তার পরেই কনসার্টের জন্য উড়ে যান বিদেশে।
