অরিজিতের গান শেষ হওয়ার আগেই আলো বন্ধ, লন্ডনে কী কাণ্ড ঘটল
গায়ক অরিজিৎ সিংহ গত শুক্রবার লন্ডনের স্টেডিয়ামে পারফর্ম করে তাঁর ভক্তদের মুগ্ধ করেন। মঞ্চে তাঁর গানের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রতিবেদনে জানা গেছে, কারফিউ সময় হওয়ায় কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় অরিজিতের পারফরম্যান্স শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়।

গায়ক অরিজিৎ সিংহ গত শুক্রবার লন্ডনের স্টেডিয়ামে পারফর্ম করে তাঁর ভক্তদের মুগ্ধ করেন। মঞ্চে তাঁর গানের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রতিবেদনে জানা গেছে, কারফিউ সময় হওয়ায় কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় অরিজিতের পারফরম্যান্স শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়।
কনসার্টে অরিজিৎ সিংহ ‘সাইয়ারা’, ‘ঝুমে জো পাঠান’, ‘রাসিয়া’, ‘আমি যে তোমার’ এবং ‘সাফায়ার’ সহ আরও অনেক গান গেয়েছেন। অনেক ভক্ত জানিয়েছেন, তিনি দুই ঘণ্টারও বেশি সময় ধরে গেয়েছেন। একজন ভক্ত টুইট করেছেন, “কী এক স্মরণীয় রাত। স্টেডিয়ামের চারপাশের এক মাইল পর্যন্ত রাস্তা বন্ধ ছিল, আর এলাকার সব বারে অরিজিতের গান বাজছিল…!”
আর একজন ভক্ত এক্স-এ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় অন্ধকার মঞ্চ, কোনও সংগীত নেই, স্টেডিয়ামের প্রায় সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। দর্শকরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, “কারফিউয়ের কারণে রাত ১০:৩০-এ বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, অরিজিৎ সিংহকে বিদায় বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।” এই ঘটনার প্রতিক্রিয়ায় একজন মন্তব্য করেন, “ভারতেও যদি কারফিউ নিয়ম এতটা কঠোরভাবে মানা হতো।” আরেক অনুরাগী বলেন, “লন্ডনে শব্দদূষণ খুব গুরুত্ব সহকারে দেখা হয়। কেউ কারফিউয়ের পর কোনও নিয়ম লঙ্ঘন করলে তা রিপোর্ট করে। অরিজিৎ দেরিতে ভেন্যুতে পৌঁছেছিলেন, যা শো দেরিতে শেষ হওয়ার অন্যতম কারণ।” শো হঠাত্ করে শেষ করে দেওয়ার বিষয়টা নিয়ে এখন টুইটারে আলোচনা চলছে। তবে এই শো এমনিতে দারুণ উপভোগ করেছেন শ্রোতারা।
