শার্টলেস অর্জুন! ছবি পোস্ট করতে না করতে স্ত্রী শ্রীজার কমেন্ট ‘হট বডি’

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘কাবাডি কাবাডি’ ছবির কাস্টিংয়ে ছিল নতুন চমক। এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী।

শার্টলেস অর্জুন! ছবি পোস্ট করতে না করতে স্ত্রী শ্রীজার কমেন্ট 'হট বডি'
অর্জুন।
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 1:42 PM

সাদা-কালো ছবি। হাঁটু মুড়ে বসে আছেন অভিনেতা। বুকের ডানদিকে আঁকা ট্যাটু। দুই হাত জোড়া করে ঠায় তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে। অর্জুন চক্রবর্তীর নতুন ইনস্টা পোস্টে ঠিক এমন লুকে দেখা যাচ্ছে অভিনেতাকে। শার্টলেস পোজে অর্জুন যে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ মিলেছে ছবির কমেন্ট সেকশনে। পাঁচটা ‘আগুন’ ইমোডি পোস্ট করেচেন স্বয়ং ‘সোনাদা’ আবির চট্টোপাধ্যায়। অর্জুনের স্ত্রী শ্রীজা লিখেছেন, ‘হট বডি’। তবে এই হটনেসের মাঝেও চোখ কেড়েছে অর্জুনের লেখা ক্যাপশন। তিনি লিখেছেন, ‘একজন নিরীহ মানুষ, ভাল নন। একজন ভাল মানুষ, যিনি স্বেচ্ছায় নিয়ন্ত্রণে থাকেন, তিনি ভীষণ বিপজ্জনক।’ অভিনেতা আরিয়ান ভৌমিক লিখেছেন, ‘ক্যাপশনটি পছন্দ হয়েছে’।

আরও পড়ুন টলিউডে লাগাতার কোভিডের থাবা, আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ

টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন। নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটোকে দারুণভাবে সামাল দিচ্ছেন অর্জুন চক্রবর্তী। তাঁর ইনস্টা হ্যান্ডেলে কখনও মেয়ে অবন্তিকার ছবি কখনও স্ত্রী সৃজার ছবি উঁকি মেরেছে। চারদিন আগে বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিয়ের ছবি পোস্ট করেছেন অর্জুন। তবে অর্জুনের কনস্ট্যান্ট প্রেমের তালিকায় রয়েছে আরেক নাম, তা হল—জিমিং। নিয়মিত শরীরচর্চা চালান অভিনেতা। ইনস্টাতে তাঁর পোস্ট করা বেশিরবাগ ছবিতে ধরা পড়েছে তাঁর শরীরচর্চা।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘কাবাডি কাবাডি’ ছবির কাস্টিংয়ে ছিল নতুন চমক। এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে অর্জুন বলেন,   “ অনেক দিন ধরেই কৌশিকদার সঙ্গে কাজ করার আমার খুব ইচ্ছে। অবশেষে কাজটা করতে পারছি। আমি খুব খুশি। ছবিতে আমি একজন রাজ্য-স্তরের কাবাডি খেলোয়াড়। ছবির অনেকগুলো পরত আছে। আশা করি মানুষের ভাল লাগবে।”