সব শেষে, অনুরাগীদের মন ভেঙে সত্যি সামনে আনলেন অর্জুন কাপুর

Arjun Kapoor: ইন্ডাস্ট্রির সূত্র জানা গিয়েছিল, মালাইকা ও অর্জুনের মধ্যে বিগত বেশ কিছু সময় ধরে যে ঝামেলা চলছে, তা মোটেও মিথ্যে নয়। এবার সেই খবরে সিলমোহর দিয়ে দিলেন অর্জুন কাপুর। 

সব শেষে, অনুরাগীদের মন ভেঙে সত্যি সামনে আনলেন অর্জুন কাপুর
Follow Us:
| Updated on: Oct 30, 2024 | 3:09 PM

দিন কয়েক ধরেই বলিপাড়ায় গুঞ্জন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বিয়ে করার কোনও ইচ্ছে নেই ছিল না অর্জুনের, তিনি কেরিয়ারেই নজর দিতে চেয়েছিলেন। আর সেই কারণেই নাকি দু’জনে বেছে নিয়েছে আলাদা পথ। তাঁদের নিয়ে যখন চলছে জোর আলোচনা, ঠিক তখনই সবটা বুঝিয়ে দিয়েছিলেন মালাইকা। অনেকেই মালাইকার মেজাজ দেখে প্রশ্ন করা শুরু করেছিলেন, “তিনি কি কষ্টে আছেন”? ইন্ডাস্ট্রির সূত্র জানা গিয়েছিল, মালাইকা ও অর্জুনের মধ্যে বিগত বেশ কিছু সময় ধরে যে ঝামেলা চলছে, তা মোটেও মিথ্যে নয়। এবার সেই খবরে সিলমোহর দিয়ে দিলেন অর্জুন কাপুর।

মুম্বইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের আয়োজিত দীপাবলি পার্টিতে উপস্থিত হতে দেখা যায় অর্জুন কাপুরকে। সঙ্গে হাজির ছিল ‘সিংঘম এগেইন’-এর টিম। সেখান থেকেই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, অর্জুনকে অনুরাগীদের সঙ্গে কথা বলতে। বারবার মালাইকা অরোরার নাম সেখানে উঠে আসতে থাকে। আর ঠিক তখনই হাসতে হাসতে অর্জুন বলেন, ‘নহি আভি সিঙ্গল হুঁ। রিল্যাক্স কর অর্থাৎ ভাবনার কোনও কারণ নেই, আমি এখন একা।’

বেশ কিছুদিন ধরেই এই জল্পনার এবার অবসান ঘটল। সম্প্রতি পিতৃহারা হয়েছেন মালাইকা আরোরা। সম্পর্কে দূরত্ব বাড়লেও অর্জুন কাপুর সেদিন মালাইকার পাশেই ছিলেন। যা দেখে অনেকে আবারও সম্পর্কে ফেরার অনুমান করলেও সেই আশায় জল ঢেলে সত্যি সামনে আনলেন অভিনেতা।