Arshad Warsi: ছেলের বয়স উনিশ, ৫৫ বছরে ফের বিয়ে করলেন আরশাদ, পাত্রী কে?

Feb 12, 2024 | 8:08 PM

Arshad Warsi: ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক, ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি মারিয়া গোরেত্তিকে বিয়ে করেন আরশাদ। তবে সে সময় শুধু সামাজিক বিয়েই করেছিলেন আরশাদ। আইনি বিয়ে করেননি।

Arshad Warsi: ছেলের বয়স উনিশ, ৫৫ বছরে ফের বিয়ে করলেন আরশাদ, পাত্রী কে?
৫৫ বছরে ফের বিয়ে করলেন আরশাদ

Follow Us

‘মুন্নাভাই ফ্রাঞ্চাইজি’র সার্কিটকে মনে আছে নিশ্চয়ই? অভিনেতার নাম আরশাদ ওয়ারসি। পঁচিশ বছর পর ফের বিয়ে করলেন তিনি। বিয়ে করলেন তাঁর ভালবাসার মানুষকেই। ওদিকে আরশাদের ছেলের বয়স ১৯ বছর। কী ভাবছেন? দ্বিতীয় বার বিয়ে করেছেন তিনি? একেবারেই নয়। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক, ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি মারিয়া গোরেত্তিকে বিয়ে করেন আরশাদ। তবে সে সময় শুধু সামাজিক বিয়েই করেছিলেন আরশাদ। আইনি বিয়ে করেননি। ২৫ বছর পর ৫৫ বছর এসে অবশেষে সেটিও করে ফেললেন তিনি। তাঁর কথায়, “আইনের আওতায় নিজেদের নিয়ে আসার জন্য বিয়েটা করে ফেলেছি আমরা। যদিও আমি মনে করি, যদি তুমি কারও প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাক তার চেয়ে বড় কিছু নেই।”

প্রেম দিবসের দিন বিয়ে করেছিকেন তাঁরা, ইচ্ছে করেই কি এই সিদ্ধান্ত? অতীতে এই নিয়ে মুখ খুলেছিলেন আরশাদ। তিনি বলেছিলেন, “মারিয়ার বাবা-মা চাইত আমরা বিয়ে করে ফেলি। আমি কাজে ব্যস্ত ছিলাম। বাবা-মা চাইত বলে আর সময় নষ্ট করিনি। সেই কারণে ১৪ ফেব্রুয়ারিই সেরা দিন বলে মনে হয়েছিল। এখন যদিও ওই দিনটা আমার কাছে ভয়াবহ”, বলে হাসিতে ফেটে পড়েছিলেন তিনি। এ কথা বললেও মারিয়াকে প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনিই। প্রথম দিকে মারিয়া না মানলেও পরবর্তীতে তিনিও সাড়া দেন। দীর্ঘ বিবাহিত জীবনে এক ১৯ বছরের ছেলে রয়েছে তাঁদের। এবার বিয়েতে মিলল আইনি তকমা।

 

পাত্রী কে?

Next Article