‘মুন্না ভাই ৩’ নিয়ে নতুন খবর দিলেন আরশাদ ওয়ারসি?

বড়পর্দার ‘সার্কিট’ অর্থাৎ আরশাদ ওয়ারশি যখন ‘মুন্না ভাই ৩’ নিয়ে কোনও খবর দেন, তা জানতে দর্শকের আগ্রহ তো থাকবেই।

‘মুন্না ভাই ৩’ নিয়ে নতুন খবর দিলেন আরশাদ ওয়ারসি?
আরশাদ ওয়ারশি।
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 12:45 PM

‘মুন্না ভাই’। বড়পর্দায় তাঁকে দেখে খুশি হননি, এমন দর্শকের সংখ্যা নেহাতই কম। তাই এই ফ্র্যাঞ্জাইজির জন্য অপেক্ষা থাকেই। আর বড়পর্দার ‘ সার্কিট’ অর্থাৎ আরশাদ ওয়ারশি (Arshad Warsi) যখন ‘মুন্না ভাই ৩’ নিয়ে কোনও খবর দেন, তা জানতে দর্শকের আগ্রহ তো থাকবেই।

সম্প্রতি আরশাদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘ মুন্না ভাই ৩’-এর জন্য তিনটে চিত্রনাট্য তাঁর কাছে জমা রয়েছে। কিন্তু কোনওটাই এখনও তিনি কনফার্ম করেননি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি ২০২০-তেই ফ্লোরে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সব কিছুই পিছিয়ে গিয়েছে। তার উপর সিলভার স্ক্রিনের মুন্নাভাই অর্থাৎ সঞ্জয় দত্তের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ফলে এই বছরে শারীরিক ভাবেও বেশ দুর্বল ছিলেন অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর এখন শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে তাঁর। কিন্তু কবে শুটিং ফ্লোরে ফিরতে পারবেন, সে সম্পর্কে এখনও কোনও নিশ্চিত খবর নেই।

আরও পড়ুন, মদ্যপ অবস্থায় রোহন প্রেমের প্রস্তাব দিয়েছিল: নেহা কক্কর

২০০৩-এ মুক্তি পেয়েছিল মুন্নাভাই এমবিবিএস। ২০০৬-এ মুক্তি পেয়েছিল লাগে রহো মুন্নাভাই। এরপর এই ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবির জন্য অপেক্ষা দীর্ঘ হয়েছে দর্শকের। যদিও আরশাদ জানিয়েছেন, তিনটি চিত্রনাট্যের মধ্যে থেকে কোনও একটা খুব দ্রুত ফাইনাল হয়ে যাবে। প্রযোজকও তৈরি। আর নিউ নর্মালে ধীরে ধীরে সব কাজই শুরু হচ্ছে। ফলে তাঁদের ছবি এখনও কেন ফ্লোরে যাচ্ছে না, সে সম্পর্কে তার কোনও ধারণা নেই।

আরও পড়ুন, “যাঁরা ট্রোল করেন, তাঁরা সিরিয়াল দেখেন না, সিরিয়ালটা সকলের জন্য নয়”