স্বাধীনতার পরবর্তীর সমাজ চিত্তপ্রসাদের ছবি প্রদর্শনীতে

শুভঙ্কর চক্রবর্তী |

Nov 24, 2020 | 10:02 AM

Tv9 বাংলা ডিজিটাল: মানুষের জন্য, মানুষের পাশে শিল্প—এই ধারা মেনে চিত্তপ্রসাদের ছবিকে এই সময়ের কাছে পৌঁছতে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা ও দিল্লি আর্ট গ্যালারি (ডিএজি) মিউজিয়াম আয়োজন করেছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ‘পিপল’স আর্টিস্ট চিত্তপ্রসাদ: ইন সলিডারিটি, ইন সলিটিউড’। শুরু হয়েছে অক্টোবরে, ১৫ নভেম্বর পর্যন্ত দেখা যাবে ডিএজি মিউজিয়াম-এর ওয়েবসাইটে। প্রদর্শনীর বিষয় হিসেবে ছিল চিত্তপ্রসাদের জীবন ও […]

স্বাধীনতার পরবর্তীর সমাজ চিত্তপ্রসাদের ছবি প্রদর্শনীতে

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: মানুষের জন্য, মানুষের পাশে শিল্প—এই ধারা মেনে চিত্তপ্রসাদের ছবিকে এই সময়ের কাছে পৌঁছতে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা ও দিল্লি আর্ট গ্যালারি (ডিএজি) মিউজিয়াম আয়োজন করেছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ‘পিপল’স আর্টিস্ট চিত্তপ্রসাদ: ইন সলিডারিটি, ইন সলিটিউড’। শুরু হয়েছে অক্টোবরে, ১৫ নভেম্বর পর্যন্ত দেখা যাবে ডিএজি মিউজিয়াম-এর ওয়েবসাইটে।
প্রদর্শনীর বিষয় হিসেবে ছিল চিত্তপ্রসাদের জীবন ও সৃষ্টি। প্রতিবাদের সময়কালে বারবার শিল্পই হয়ে উঠেছে ধারালো অস্ত্র। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)-এর সদস্য, কর্মী ও শিল্পী চিত্তপ্রসাদ, তেতাল্লিশের মন্বন্তর থেকে শুরু করে ভারতের স্বাধীনতা লাভের সময়কালকে ধরেছেন স্পষ্ট ও সাহসী স্কেচ ও ব্যঙ্গচিত্রে। এঁকেছেন সাধারণ মানুষের খিদে, পরিযাণ, মৃত্যু, রোজকার প্রতিরোধ ও যন্ত্রণাকে। এক সময় নীতির অমিল হওয়ায় দল পর্যন্ত ছেড়েছেন তিনি। ব্যক্তিগতভাবে রাজনীতি নিয়েও চর্চা করেছেন তিনি। পারিবারিক ‘ভট্টাচার্য’ পদবি বর্জন করেছিলেন। তবে তাঁর সৃষ্টির সবটাই ছিল সাদা কাগজে কালো কালির টানে আঁকা। মতাদর্শগতভাবে বিচ্ছিন্ন হওয়ায় প্রত্যাক্ষান করেছিলেন বেঙ্গল স্কুল-এর ধ্রুপদী ঘরানা। লাইনোকাট, উডকাট মাধ্যমের উপরেও কিছু বিখ্যাত আঁকা প্রদর্শনীতে রয়েছে। ভারতের স্বাধীনতার উত্তাল কালে সমাজের ইতিহাস ফুটে উঠেছে চিত্তপ্রসাদের ১৯১৫ থেকে ১৯৭৮-এর ছবিতে। সব মিলিয়ে ঠিক শীত পরার সময়ে প্রদর্শনী জমজমাট।

Next Article