এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি

রণজিৎ দে |

Mar 27, 2021 | 7:30 PM

অশ্বিনী পরিচালনায় নিজের ছাপ রেখেছেন। সোনিলিভের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি এবার ‘ওরিজিনাল’ বানাচ্ছেন।

এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি
অশ্বিনী আইয়ার তিওয়ারি

Follow Us

ওয়েব দুনিয়ার জালে এখন সবাই জড়িয়েছেন। দর্শকও বুঁদ হয়ে থাকছেন সিরিজে। কিছু কিছু ওয়েব সিরিজ তো আবার সিনেমার থেকেও বেশি জনপ্রিয়। তাবড় তাবড় অভিনেতা, পরিচালকরা এখন ওটিটিতে চুটিয়ে কাজ করছেন। এই লিস্টে এবার নাম লেখালেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি। সোনিলিভের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি এবার ‘ওরিজিনাল’ বানাচ্ছেন। ছবির নাম ‘ফাড্ডু’।

অশ্বিনী পরিচালনায় নিজের ছাপ রেখেছেন। সব ছবিতেই স্বকীয়তা বজায় রেখেছেন তিনি।তাঁর ‘বরেলি কি বরফি’, ‘নীল বাট্টে সান্নাটা’, ‘ঘর কি মুরগি’, ‘পাঙ্গা’ দর্শকমহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। এইবার তিনি ওটিটিতে আত্মপ্রকাশ করছেন। স্বাভাবিকভাবে দর্শকের মধ্যে উত্তজনা তুঙ্গে। তবে এই ছবি নিয়ে খুব বেশি কথা এখনই বলতে চান না। কারা কারা অভিনয় করছেন তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। অশ্বিনী শুধু জানিয়েছেন গল্পে নতুনত্ব থাকবে। এমনকী পরিচালনাতেও নিয়ে আসবেন নতুন চমক। ওটিটির দর্শকের কথা মাথায় রেখেই তিনি বানাচ্ছেন এই ছবি। তবে কী এমন চমক থাকছে তা নিয়ে কিছুই বলেননি পরিচালক। তিনি শুধু বলেন, “ সোনিলিভের সঙ্গে কাজ করতে পেরে আমার খুব ভাল লাগছে। ওরা দারুণ দারুণ ছবি বানায়। আমাকেও বানাবার সুযোগ দিয়েছে বলে আমি সত্যি খুব খুশি। আশাকরি আমাদের ছবি দর্শকের ভাল লাগবে।”

আরও পড়ুন:দশ বছরে কোনও ছবি নেই! বলিউড-বিদায় নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী রিমি সেন

প্রসঙ্গত উল্লেখযোগ্য, পরিচালক সঞ্জয় লীলা বানসালিও খুব শীঘ্রই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন।

 

Next Article