দশ বছরে কোনও ছবি নেই! বলিউড-বিদায় নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী রিমি সেন
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিমি জানান, ক্রমাগত টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে শুধুমাত্র কমেডি ছবির অফারই দেওয়া হচ্ছিল। 'জনি গদ্দার'-এর মতো ছবিতে কাজ করলেও তা হিট হয়নি।
‘হাঙ্গামা’ , ‘ধুম’ , ‘গরম মশালা’– এক সময় তাঁর অভিনীত ছবি বক্সঅফিসে ছক্কা হাঁকাত। কিন্তু আজ সে সব অতীত। গত দশ বছরে নতুন কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি বাঙালি বিউটি রিমি সেনকে? কেন? মুখ খুললেন অভিনেত্রী।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিমি জানান, ক্রমাগত টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে শুধুমাত্র কমেডি ছবির অফারই দেওয়া হচ্ছিল। ‘জনি গদ্দার’-এর মতো ছবিতে কাজ করলেও তা হিট হয়নি। তাঁর কথায়, “রামা রাঘবন, নীরোজ পাণ্ডে, সুজিত সরকারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তা হচ্ছিল না।” কিন্তু কেন? অকপট অভিনেত্রী। তাঁর কথায়, “কমেডি ছবি দিয়েই আমার বলিউড যাত্রা শুরু। কিন্তু আমার পিআর ছিল জিরো। যদি তুমি তোমার পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে চাও তাহলে তাঁদের সঙ্গে দেখা করারও প্রয়োজন। আমি তা করিনি।” রিমির বিস্ফোরক মন্তব্য, এই দশ বছরে তিনি বুঝতে পেরেছেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে শুধুমাত্র অভিনয় করা আর উপার্জন করা নয়। পিআর বজায় রাখা সবচেয়ে জরুরি।
তাঁর কথায়, “সব সময় ভাল ব্যবহার আর তাঁদের ইগোর সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। ডিপ্লোমেটিক ভাবে জবাব বা খারাপ ব্যবহার কোনওভাবেই কাম্য নয়।” রিমির অকপ্ট স্বীকারোক্তি, “আমি ছোট ছিলাম। সেভাবে ম্যাচিওরিটি আসেনি। শুধুমাত্র হার্ডওয়াক বা কঠোর পরিশ্রমই সবটা নয়। লবির দরকার। যা আমার ছিল না।”
View this post on Instagram
তবে দশ বছরে নিজের মধ্যেও অনেক পরিবর্তনও করেছেন রিমি। আগে জিম যেতেন না। এখন নিয়মিত জিম যান। যা ইচ্ছে তাই খেতেন, ছিল না প্রপার ডায়েটও। পরিবর্তন এসেছে সেই ক্ষেত্রেও। তিনি বলেন, “দশ বছরে শিখে গিয়েছি কী করে নিজের খেয়াল রাখতে হয়। নিজের মন এবং শরীরকে বুঝতে শিখেছি।” আবারও কি বলিউডে কামব্যাক করবেন রিমি? তা অবশ্য উত্তর দেবে সময়।