আয়েশা তাকিয়াকে মনে আছে? সলমন খান থেকে শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছেন তিনি। হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা। বিদায় জানান, গ্ল্যামার দুনিয়াকে। সম্প্রতি তাঁকে আবার দেখা গিয়েছে বিমানবন্দরে। আর এর পর থেকেই শুরু হয়েছে আলোচনা! তাঁকে দেখে আঁতকে উঠেছেন নেটিজেন! ‘এ কোন আয়েশা’? প্রশ্ন তুলেছেন তাঁরা কারণ একটাই, আয়েশার প্লাস্টিক সার্জারি। মুখ একেবারে বদলে গিয়েছে তাঁর! কেন মুখের উপর কারুকার্য করতে গেলেন আয়েশা, তা নিয়েই যখন হচ্ছে সমালোচনা, তখন এক পোস্টের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। বললেন, “বলা দরকার ছিল, তাই বলছি। দু’দিন আগেই হঠাৎ করেই আমায় গোয়া যেতে হয়। পরিবারে হঠাৎ করেই একটা বিপদ হয়। আমার দিদিকে হাসপাতালে ভর্তি করতে হয়। এমন সময়েই পাপারাৎজি আমাকে আটকায়। ফ্লাইট ধরার আগে মাত্র কিছু সময় আমি ওঁদের দিই ছবি তোলার জন্য। হঠাৎ করেই দেখি এই দেশে আমি কীরকম দেখতে শুধু তাই নিয়েই কথা হচ্ছে।”
এখানেই থামেননি আয়েষা। তিনি বলেন, আপাতত বলিউডে কামব্যাক করার কোনও ইচ্ছেই নেই তাঁর। কোনওদিন ছবিও করবেন না। তাঁর কথায় “নিজের জীবন খুব ভাল ভাবেই কাটাচ্ছি আমি। তাই সবাইকে অনুরোধ আমার জীবন নিয়ে এত ভাববেন না। আপনাদের মতামত আমার দরকার নেই। জীবনে উন্নত করুন। একজন সুখী মহিলা কেমন দেখতে হবে, সেটা আপনাদের বলে দিতে কেউ বলেনি।”
২০০৯ সালে বিয়ে করেন আয়েশা টাকিয়া। তাঁর স্বামীর নাম ফারহান আজমি। তাঁদের এক সন্তান রয়েছে ২০১১ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি আয়েশাকে। নিজেকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছেন তিনি। যদিও ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। সংসার পরিবার নিয়ে কেটে যাচ্ছে তাঁর সময়।