নতুন বছরে একগুচ্ছ ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে একটি ধারাবাহিক হল ‘কথা’। যার মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। এবার এই ধারাবাহিকেরই একটি দৃশ্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। কী এমন রয়েছে সেই দৃশ্যে যে হচ্ছে আলোচনা? অনেক সময়েই ‘বিহাইন্ড দ্য সিন’ শেয়ার করা হয় সামাজিক মাধ্যমে। ধারাবাহিকটিরও এমন একটি দৃশ্য শেয়ার করা হয়েছিল। সাহেব ও সুস্মিতার একটি বিয়ের দৃশ্যের শুট হচ্ছিল। পুরোহিতের চরিত্রে যিনি অভিনয় করছিলেন, তাঁর কাজ ছিল সাহেবের হাতে কুনকে তুলে দেওয়া। তবে বারংবারই ঠিক ভাবে তা না করতে পারায় বকা খেতে হয় তাঁকে। নেটিজেন এর বক্তব্য, “যে ভাবে তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছিল, তা একেবারেই কাম্য নয়। উনি বয়স্ক মানুষ, আরও ভয় পেয়ে যাচ্ছিলেন। এরকম অভদ্য-অসভ্য ব্যবহার কাম্য নয়।”
যদিও সাহবের প্রশংসা করেছেন সকলেই। ওই ব্যক্তি ভুল করলেও বারেবারে তা শুধরে দিচ্ছিলেন তিনি। একবারের জন্যেও বিরক্ত হতে দেখা যায়নি তাঁকে। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় মোটামুটি পারফর্ম করছে এই ধারাবাহিকটি।