‘অর্পিতার মধ্যে কত গুণ রয়েছে’, গওহর জান দেখে মুগ্ধ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

Nov 12, 2024 | 2:53 PM

Biswajit on Arpita: ‘মাই নেম ইজ জান’ দেখতে উপস্থিত হয়েছিলেন বাংলা তথা ভারতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। অর্পিতা চট্টোপাধ্যায়ের সম্পর্কে যিনি শ্বশুরমশাই হন। পুত্রবধূর এই শো টানা দুই ঘণ্টা ধরে দর্শক আসনে বসে দেখলেন তিনি।

অর্পিতার মধ্যে কত গুণ রয়েছে, গওহর জান দেখে মুগ্ধ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

Follow Us

২০২১ সাল থেকে যাত্রা শুরু। যেখানে নতুন রূপে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। দাপুটে সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনী মঞ্চে তুলে ধরেন তিনি। শহর থেকে দেশ, দেশ থেকে বিদেশ, ছড়িয়ে পড়েছে অর্পিতার নাট্যাভিনয়ের প্রশংসা। মাঝে দুই বছরের বিরতি। আবারও মঞ্চে ফিরলেন তিনি। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’-এর প্রথম শো। দ্বিতীয় শো’টিও মঞ্চস্থ হয়েছে সেখানেই। যেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই শো টানা দুই ঘণ্টা ধরে দর্শক আসনে বসে দেখলেন তিনি।

শো শেষ হতেই প্রশংসায় ভরালেন স্টেডিয়াম। বললেন, ‘আমি সবার আগে শুভেচ্ছা জানাব, আর অনেক আশীর্বাদ করব অর্পিতাকে। এই নাটকের যিনি ‘জান’, তাঁকে অনেক অভিনন্দন। এই বিষয়ে শুনেছিলাম, কিন্তু এই শো’টা যে এতটা ভাল হয়েছে ভাবতে পারিনি। কথায় আছে ‘ওয়ান ম্যান আর্মি’, এক জওয়ানই যুদ্ধ জিতে নিতে পারেন। সেটাই আজ অর্পিতা আরও একবার সকলের সামনে প্রমাণ করলেন। আমি এই নাটকের সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাতে চাই। আমার কেরিয়ার শুরু নাটক থেকেই। তাই আমি জানি, মঞ্চের পিছনে যাঁরা কাজ করছেন, তাঁরা কত বড় শক্তি। আমি আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। TV9-এর বরুণকেও শুভেচ্ছা জানাই। এই ‘ওয়ান ম্যান আর্মি’কে নিয়ে বরুণ যে বিশ্বভ্রমণে (গওহর জান শো ট্যুর) যাচ্ছেন, সেই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই– বিজয়ী ভব। বিশ্বজয় করতে চলেছেন, বিশ্বজিৎ যাচ্ছেন না, তবে অর্পিতা যাচ্ছেন হাতে দেশের পতাকা নিয়ে। ভারতের নাম উজ্জ্বল করে ফিরুক, আমি এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। তখন অর্পিতার বিয়ে হয়নি, প্রথম বাংলা ছবি করল ‘অনুপমা’, তখন থেকেই আমি ওকে চিনি। এর কিছুদিন পর ও আমাদের চট্টোপাধ্যায় পরিবারের সদস্য হয়ে গেল। ফলে বিয়ের আগে থেকেই আমি ওকে চিনি। তবে যে প্রতিভা আজ আমি ওর মধ্যে দেখেছি, তা আগে দেখিনি। এই যে TV9 বাংলা ওর প্রতিভাকে এভাবে সকলের সামনে তুলে এনেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আগে কখনও এভাবে ওকে দেখিনি। গহওর জান, ওঁর বিষয় আমি বেশি তথ্য জানতাম না, আজ জানলাম। আমি আমার জীবনের প্রথম বাংলা গান লন্ডনে গিয়ে রেকর্ড করেছিলাম। তখন এইচএমভি-র রাজত্ব। সেই এইচএমভি-র প্রথম রেকর্ড গওহর জানের ছিল। আজ গওহর জানের জীবন সম্পর্ক আমি জানতে পারলাম। নাটক দেখতে-দেখতে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম যে মাঝে মধ্যে করতালি দিয়ে উঠেছি। অর্পিতার মধ্যে কত গুণ রয়েছে, কত প্রতিভা রয়েছে, আজ সেটা দুনিয়া দেখছে। আপনারা সকলে ওর জন্য প্রার্থনা করুন, আশীর্বাদ করুন। গোটা টিমকে ধন্যবাদ জানাই, আর দর্শক, যাঁদের জন্য আমরা, তাঁদের প্রণাম।’ পাশে দাঁড়িয়ে সবটা মুগ্ধ হয়ে শুনলেন অর্পিতা।

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

Next Article