Amitabh Bachhan Viral: মুম্বইয়ের জ্য়াম এড়াতে হঠাৎই অচেনা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ, কীসের এত তাড়া তাঁর?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 15, 2023 | 12:04 PM

Amitabh Bachhan: জীবনের নানান কথা নিজের ব্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অমিতাভ। জানালেন এই ঘটনাও। সেই সঙ্গেই ইনস্টাগ্রামে বাইক রাইডের একটি ছবিও শেয়ার করেন।

Amitabh Bachhan Viral: মুম্বইয়ের জ্য়াম এড়াতে হঠাৎই অচেনা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ, কীসের এত তাড়া তাঁর?

Follow Us

মুম্বইয়ের (Mumbai) রাস্তায় ট্রাফিক জ্যাম কোনও বিরল বা নতুন ঘটনা নয়। তবু আবারও শিরোনামে বাণিজ্যনগরীর জ্যাম। সৌজন্যে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। মুম্বইয়ের জ্যামের জেরে শুটিং সেটে পৌঁছতে দেরি হচ্ছিল অমিতাভের। সেটে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছনোর অভ্যাস যাঁর বরাবরের, সেই তিনি কি তাহলে এবার লেট হবেন? হতেই পারে না। আর তাই-ই সময়মতো গন্তব্যে পৌঁছতে অচেনা ব্য়ক্তির বাইকে চেপে বসলেন বিগ বি (Big B)। তারপর?

সম্প্রতি, ‘প্রোজেক্ট কে’-এর শুটিং-এ ব্যস্ত তিনি। যাচ্ছিলেন সেই ‘প্রোজেক্ট কে’-এর শুটিং সেটেই। বাড়ি থেকে বেরিয়ে জ্যামে ফেঁসে গেলেন বিগ বি। সাহায্য নিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। তাঁর বাইকে চড়েই শেষ পর্যন্ত সেটে পৌঁছলেন অমিতাভ। জীবনের বিভিন্ন মুহূর্তের কথা নিজের ব্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অমিতাভ। এবার সেই ব্লগের মাধ্যমেই জানালেন এই ঘটনার কথাও। সেই সঙ্গেই ইনস্টাগ্রামে বাইক রাইডের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ধন্যবাদ বন্ধু। তোমায় চিনি না। কিন্তু তুমি যেভাবে এই দীর্ঘ ট্রাফিকের মধ্য় দিয়ে আমায় সময়মতো গন্ত্যবে পৌঁছে দিলে, তার জন্য অসংখ্য ধন্য়বাদ।” পোস্টের শেষে যোগ করেছেন, “ধন্যবাদ ক্রেপ শর্টস ও হলুদ টি-শার্ট।” নাম না-জানার কারণেই ওই ব্যক্তিকে এভাবে সম্বোধন করেন বিগ বি। ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট পরা এক মোটরসাইকেল চালকের পিছনে ব্লেজ়ার-ট্রাউজ়ার্স পরে বসে আছেন অমিতাভ।

বরাবরই ঘড়ির কাঁটা ধরে শুটিং সেটে পৌঁছন অমিতাভ। এবারও তার অন্যথা হল না। জ্যাম এড়াতে বিলাসবহুল গাড়ি ছেড়ে তাই বাইকেই ভরসা রাখলেন তিনি। সুপারস্টারের এহেন মাটির কাছাকাছি থাকা আচরণে মুগ্ধ অনুরাগীরা। তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে প্রিয় নায়ককে সাধুবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। এত বড় অভিনেতা, এখনও নিজের পেশাকে কেন্দ্র করে কতটা সিরিয়াস হলে এরকম কাজ করতে পারেন, তাই-ই উঠে আসছে তাঁদের কমেন্টের মাধ্যমে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন বিগ বি। ছবির কাজ কিছুটা বাকি থাকায় চোট পুরোপুরি সেরে ওঠার আগেই শুটিং-এ ফেরেন অমিতাভ। কাজ পাগল মানুষ! তাই বিছানায় আর তাঁকে ধরে বেঁধে রাখা সম্ভব হয়নি।

Next Article