বিতর্ককে পিছনে ফেলে বক্স অফিসে (Box Office) একের পর এর ছক্কা হাঁকাচ্ছে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। শনিবার, ১৩ মে ১০০ কোটির ক্লাব ছুঁয়েছে এই বিতর্কিত ছবি। আর এর ঠিক ৪২ ঘণ্টা পর, রবিবার (১৪ মে) একদিনেই ২৩ কোটির ব্য়বসা করেছে ‘দ্য কেরালা স্টোরি।’ ছবির এহেন অভূতপূর্ব সাফল্যের পর, পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen) আবেগে অবশ্য ভাসছেন না। বরং দর্শককে তাঁর আরও কিছু গল্প বলার আছে বলেই জানিয়েছেন সুদীপ্ত। ছবি সম্পর্কে আর কী বলছেন পরিচালক?
পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’। পাশাপাশি তামিলনাড়ুতেও একইভাবে নিষিদ্ধ হয়েছে এই ছবি। তবে তার যে খুব একটা প্রভাব পড়েনি ছবির ব্যবসার উপর, তা স্পষ্ট। বিতর্কই কি হলমুখী করেছে দর্শককে? দানা বাঁধছে প্রশ্ন। সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক বলেছেন, “আমি খুব খুশি এই সাফল্যে। তবে আমি এতে খুব বেশি গর্বিত বা আত্মবিশ্বাসী হতে চাই না। আমার আরও অনেক গল্প বলার আছে। এই খ্য়াতি পেয়েই আমি থামতে চাই না।” সাত বছর ধরে এই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন সুদীপ্ত সেন, সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথাও। সুদীপ্তর কথায়, “আমি জানতাম হিট হবে এই ছবি। কারণ শেষ সাতবছর ধরে এটি নিয়ে কাজ করেছি আমি।” ছবির প্রযোজক বিপুল শাহকে ‘সৃজনশীল পরিচালক’-এর আখ্যা দিয়েছেন সুদীপ্ত সেন। তাঁর কথায়, “বিপুলদা, সৃজনশীল একটা টিম গড়ে দিয়েছিলেন। নিজেও সমানভাবে টিমের সঙ্গে কাজ করেছেন। ছবির শুটিং-এর জন্য় অনেক দুর্গম স্থানে যেতে হয়েছে আমাদের। তাঁর সহযোগিতাতেই সম্ভব হয়েছে সবটা।”
বিতর্কের মাঝেই ‘দ্য কেরালা স্টোরি’ রিলিজের ১০ দিনেই ১৩৫ কোটির ব্যবসা করেছে। গতকাল, রবিবার ২৩ কোটির ব্যবসা করেছে সুদীপ্ত সেনের ছবি। এখনও পর্যন্ত চলতি বছরের দ্বিতীয় সবথেকে ব্যবসায়িকভাবে সফল ছবি এই ‘দ্য কেরালা স্টোরি’। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকন অভিনীত ‘পাঠান’। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ভারতে ৫ মে রিলিজ করে এই ছবি। দেশে মুক্তির এক সপ্তাহ পরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ২০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি।