Priyanka Chopra on Daughter Malti: বলিউড নিয়ে বোমা-ফাটানো প্রিয়াঙ্কা এবার মুখ খুললেন নিজের মেয়েকে নিয়ে, কেন মালতী পছন্দ করবে তাঁকে?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 19, 2023 | 1:36 PM

Priyanka Chopra's Statement: বলিউডের নোংরা রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে না নিতে পেরেই ভারত ছেড়েছেন, এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন সেকথা। পাকাপাকি ভাবে স্বামী ও মেয়েকে নিয়ে লন্ডনে সংসার পেতেছেন।

Priyanka Chopra on Daughter Malti: বলিউড নিয়ে বোমা-ফাটানো প্রিয়াঙ্কা এবার মুখ খুললেন নিজের মেয়েকে নিয়ে, কেন মালতী পছন্দ করবে তাঁকে?
বলিউড নিয়ে বোমা-ফাটানো প্রিয়াঙ্কা এবার মুখ খুললেন নিজের মেয়েকে নিয়ে, কেন মালতী পছন্দ করবে তাঁকে?

Follow Us

সম্প্রতি নিজের পরবর্তী ওয়েব সিরিজ় (Web Series) ‘সিটাডেল’-এর জন্য গ্লোবাল প্রিমিয়ারে অংশ নিয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী অভিনেতা-গায়ক নিক জোনাস (Nick Jonas), মা মধু চোপড়া ও সহ-অভিনেতা রিচার্ড ম্যাডেন ও স্ট্যানলি টুসি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা জানান, মেয়ে মালতীর শক্তি হতে চান তিনি। মেয়েকে নিয়ে মা প্রিয়াঙ্কার বেশ কিছু ভাবনা রয়েছে। জানালেন সে ব্যাপারেও। কী বলছেন অভিনেত্রী?

বলিউডে একের পর এক সাফল্যের পর প্রিয়াঙ্কার ফোকাস এখন হলিউডেই। অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজ়ি-খ্যাত রুসো ব্রাদার্স পরিচালিত ‘সিটাডেল’ সিরিজ়ে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এই অ্যাকশনে ভরপুর সিরিজ়ে এক স্পাইয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি এই চরিত্রটি বেছে নিয়েছি কারণ আমি চাই মালতী আমার অনস্ক্রিন শক্তি দেখে অনুপ্রাণিত হোক।” মেয়ের সঙ্গে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন নিয়েও যথেষ্ট আশাবাদী প্রিয়াঙ্কা। সব মায়ের মতো তিনিও চান মেয়ের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। এত বছরে তিনি যা করেছেন, তার জন্যই মালতী গর্ববোধ করুক, এটাই চান প্রিয়ঙ্কা। অভিনেত্রীকে আরও বলতে শোনা যায়, “মেয়ের সঙ্গে সম্পর্কটা আমার কাজের বাইরের বিষয়। তবে আমি চাই এত বছরে যা করেছি, তা দেখে ও কিছু শিখবে। আমি চাই ও আমার মতোই হোক। ঠিক যেমন আমি মায়ের সঙ্গে ঘুরতাম কিশোরী অবস্থায়। একটু বড় হওয়ার পর আবার একা ঘুরতে চাইতাম, মায়ের সঙ্গে নয়। আমি চাই মালতীও তেমনই হয়ে উঠুক।”

আসন্ন সিরিজ়ে স্পাই-এর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাস্তবে স্পাই হলে কাকে ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে বাছতেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কারও মুখের উপর মিথ্যে বলতে পারিনি কোনওদিন। আর  মা সবসময়ই আসল সত্যিটা বুঝে যেতেন।” প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে প্রিয়াঙ্কার সিরিজ় ‘সিটাডেল।’ বলিউডের নোংরা রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে না নিতে পেরেই ভারত ছেড়েছেন, এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন তিনি। পাকাপাকি ভাবে স্বামী ও মেয়েকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার পেতেছেন। চুটিয়ে সংসার করার পাশাপাশি তাঁর লক্ষ্য এখন হলিউডে সাম্রাজ্য বিস্তার। মেয়ে মায়ের অনস্ক্রিন চরিত্র দেখে নয়, বরং মায়ের পছন্দ-অপছন্দ দেখেই তাঁকে নিয়ে গর্ববোধ করুক—এমনটাই চান মা প্রিয়াঙ্কা।

 

Next Article