Tollywood Inside: অসুস্থ রাজ, তারইমাঝে লাইম লাইটে শুভ-মিমির সম্পর্ক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 19, 2023 | 12:30 PM

Gossip: হাজার কমেন্টের মধ্যে শুভশ্রীর এই কমেন্ট সকলের নজর এড়াল না। নেটপাড়ায় রীতিমত খুশির মেজাজ। যদিও এই দুই স্টারকেই অতীতে এক বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল।

Tollywood Inside: অসুস্থ রাজ, তারইমাঝে লাইম লাইটে শুভ-মিমির সম্পর্ক

Follow Us

অভিমান কেটেছে বহুদিন। একটা সময় মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তীর সম্পর্ক নিয়ে তোলপাড়া হয়েছিল টলিউড। তবে এখন সেই সকল বচসা অতীত। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দিব্যি সংসার করছেন বিধায়ক তথা টলিউড পরিচালক। তবে সদ্য মেলে উদ্বেগের খবর। ভাল নেই রাজ চক্রবর্তী। অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গিয়েছে মূত্রে সংক্রমণ দেখা দিয়েছে তাঁর। ব্যাপারটি আরও খতিয়ে জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল রাজের শ্যালিকা তথা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীর সঙ্গে। তিনি জানান, এই মুহূর্তে রাজের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তিনি। ‘ইউরিন ইনফেকশন’ হয়েছে। তিনি বলেন, “আসলে যা গরম পড়েছে। তার মধ্যে রাজ এত ব্যস্ত থাকে। সে কারণেই এমনটা হয়েছে। তবে চিন্তার কারণ নেই। আশা করছি ও দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”

একদিকে যেমন পরিচালককে নিয়ে উদ্বেগ, ঠিক তেমনই আবার অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়েও উদ্বেবে ভক্তরা। সম্প্রতি হাত কেটে রক্তারক্তি অবস্থায় ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী। হাতে পড়ছে সেলাই, ব্যান্ডেজ করা অবস্থায় তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের নজরের কেন্দ্রে জায়গা করে নেয় সেই পোস্ট। যা নজরে পড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও।

পুরোনো অভিমান ভুলেই শুভশ্রী প্রকাশ্যেই মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করে বসলেন, তাঁর স্বাস্থ্যের খবর। লিখলেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো। হাজার কমেন্টের মধ্যে শুভশ্রীর এই কমেন্ট সকলের নজর এড়াল না। নেটপাড়ায় রীতিমত খুশির মেজাজ। যদিও এই দুই স্টারকেই অতীতে এক বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে শুভশ্রী কেবল একাই নয়, পাশাপাশি খবর নিলেন, সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান, পার্ণো মিত্রা, বিক্রম চট্টোপাধ্যায়, রামকমল মুখোপাধ্যায়, প্রমুখেরা। আঙুলের সেলাইয়ের ছবি থেকে শুরু করে ব্যান্ডেজের ছবি সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এদিন অভিনেত্রী। যা দেখে রীতিমত শিউরে উঠেছিলেন সকলে।

Next Article