ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা গোবিন্দা। মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার নিয়ে আপাতত খুবই ব্যস্ত অভিনেতা। নির্বাচনী প্রচারের জন্য তিনি ছিলেন জলগাঁও-তে। সেই অঞ্চলের মুক্তাইনগর, বডওয়াড, পাচোরা সহ বিভিন্ন জায়গায় প্রচার করার কথা ছিল তাঁর। কিন্তু মাঝপথে সব ছেড়ে মুম্বই ফিরে এলেন অভিনেতা। আচমকা কী এমন ঘটল এমনটা করলেন তিনি?
অসুস্থতার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে জানানো হয়েছে ২০ নভেম্বর মহায়ুতির নির্বাচনের আগে সেখানকার প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন তিনি। তার পর জলগাঁও গিয়েছিলেন প্রচারের কাজেই। সেখান থেকেই তড়ঘড়ি মুম্বইয়ে বাড়ি ফিরে এলেন অভিনেতা। খুবই অসুস্থ বোধ করছিলেন তিনি। তাই আর ঝুঁকি নেননি। সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
যদিও সে দিন পথ সভার সময়ও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে বিজেপি, শিবসেনা এবং এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন জনগণকে। এর আগে অবশ্য তিনি কংগ্রেসেরই মুখ ছিলেন। এমনকি নির্বাচনে জিতে সাংসদ পদেও ছিলেন। পরে একনাথ শিন্ডের শিবসেনা দলে যোগ দেন গোবিন্দা।
উল্লেখ্য, অক্টোবর মাস থেকেই অভিনেতার উপর একের পর এক ফাঁড়া যাচ্ছে। গত মাসে আচমকা নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি। কলকাতা আসার আগে নিজের লাইসেন্স যুক্ত রিভলভার পরিষ্কার করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় গুলি। তার পরেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু নির্বাচনী প্রচারের মাঝে তাঁর এই অসুস্থ হয়ে যাওয়ার খবর শুনে আরও চিন্তিত হয়ে পড়েছেন গোবিন্দার অনুরাগীরা।