কিছুদিন আগেই জি ফাইভে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ (Web Series) ‘লস্ট’, তারপর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অজয় সিং পরিচালিত ছবি ‘চোর নিকলকে ভাগা’। দু’টিতেই দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জিতেছেন বি-টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামি করেছেন বিস্ফোরক দাবি। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে (Bollywood) অভিনেতা-অভিনেত্রীদের বেশি পারিশ্রমিক দেওয়ার জন্যই প্রযোজকেরা নাকি লগ্নির টাকা ফেরত পান না বেশিরভাগ সময়। আর তার এই মন্তব্য নিয়েই চাপান-উতোর চলছে নেটিজেন ও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে। ইন্ডাস্ট্রিতে এক অদ্ভুত ধরনের কর্পোরেট সংস্কৃতির প্রতি অঙ্গুলিনির্দেশ করেছেন ইয়ামি, যা আদপে ছবির প্রযোজকদের সমস্যায় ফেলছে। ইয়ামির বক্তব্য, ‘‘অভিনেতা-অভিনেত্রীদের এমন পারিশ্রমিক দেওয়া উচিত, যাতে তা ছবির বাজেটকে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না করে।
অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক যথাযথ এবং বাস্তবসম্মত হওয়া উচিত। এমন অনেকসময়ই হয় যে ছবি হিট হলেও পারিশ্রমিক দিতে গিয়ে প্রযোজক তার লগ্নির টাকাই ফিরে পান না।’’ ইয়ামির বক্তব্যে এক অদ্ভুত বিস্ময় ঝরে পড়ে। তিনি অবাক হয়ে যান এই ইন্ডাস্ট্রির পারিশ্রমিকের কাঠামো দেখে। ইয়ামি স্পষ্টই বলেন, ‘‘বেশি পারিশ্রমিক দিয়ে-দিয়ে এই নিয়ম তৈরি হয়ে গিয়েছে। একটা কর্পোরেট সংস্কৃতি। একটা সময় ছিল যখন স্বাধীন প্রযোজকেরা নিজেদের বাড়ি বন্ধক রেখেও ছবি করতেন, একটা অন্য আবেগ ছিল ছবি করার কাজে। এখন আর সেই যুগ নেই।’’
বেশ কিছুদিন আগে নওয়াজউদ্দিন সিদ্দিকি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে সব অভিনেতা ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি পারিশ্রমিক নেন, তারাই আসলে ছবির ক্ষতি করেন। স্টারডম নিয়ে এভাবেই প্রশ্ন করেছিলেন বলিউডের ‘ফয়জল ভাই’। ছবির বাজেট কম হলেই নাকি সেই ছবি ভাল হয়, এমনটাই বক্তব্য ছিল নওয়াজের। অন্য দিকে, ইয়ামির দাবি, ছবির বাজেটের সঙ্গে সাযুজ্য রেখেই অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়া উচিত।
১১ বছর আগে ‘ভিকি ডোনার’ ছবির পর একে একে ‘বদলাপুর’, ‘সরকার ৩’, ‘কাবিল’ ইত্যাদি ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ইয়ামি গৌতম। আসন্ন ‘ওহ মাই গড ২’ ছবিতেও অক্ষয়কুমারের সঙ্গে অভিনয় করছেন ইয়ামি, এমনটাই শোনা গিয়েছে।