২০২৩, গোটা ভারত মনে রাখবে এই বছরকে। প্রতিটা বছরই বিশেষ কিছু না কিছু দিয়ে যায়। আর এই বছর যেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে গেল বলিউডের। দিনের পর দিন কটাক্ষে শিকার হওয়া বলিপাড়া যেন তরতাজা হয়ে উঠল এই বছরে। না, কেবল বলিউড নয় দক্ষিণ ভারত ও বিভিন্ন আঞ্চলিক ছবি সব মিলিয়ে ভারতের সিনেমা পাড়ার ভাগ্য এবছর খুলে গেল যেন এক পলকে। একটা দুটো হিট প্রতিবছরই থাকে, একটা দুটো ছবি নিয়ে সারা বছর শোরগোল পড়ে যায় এমন উদাহরণ অতীতে প্রচুর রয়েছে। কোনও বছর ‘বাহুবলি’, কোনও বছর ‘কে জিএফ’, কোনও বছর ‘ভারত’, কোনও বছর আবার ‘ব্রহ্মাস্ত্র’, কিন্তু ২০২৩ এ যেন যাই স্পর্শ করা হয় তাই সোনা। গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সিনে পাড়ায় জোয়ার এনেছে এই বছর।
‘পাঠান’ ছবি থেকে যার সূত্রপাত। এক একটি বহু অপেক্ষাকৃত ছবি মুক্তি পেয়ে ন্যূনতম ৫০০ কোটি যেন ঘরে তুলবেই তুলবে। ‘পাঠান’ পেরেছে, ‘জওয়ান’ পেরেছে, ‘জেলার’ পেরেছে, ‘গাদার টু’ পেরেছে। এখনও তালিকায় রয়েছেন রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, রয়েছে সলমন খানের ‘টাইগার থ্রি’। এছাড়াও ছোটখাটো যে সকল ছবি মুক্তি পাচ্ছে ১০০ কোটির গন্ডী না পেরিয়ে থামছে না অধিকাংশের সফর। তাই বর্তমানে বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এবছর ১২ হাজার কোটি টাকা সম্ভাব্য আয় করতে চলেছে ভারতের বক্স অফিস। যে সংখ্যাটি নেহাতই কম নয়।
বড়পর্দায় যে জোয়ার নেমেছে, দর্শকেরা আবারও যে ব্যাপকভাবে সিনেমা মুখী হয়ে উঠেছেন তার প্রমাণ দিয়ে যাচ্ছে এই বছর। এখনও অনেকটা সময় বাকি, বহু আঞ্চলিক ছবি মুক্তি পাবে, বহু ভাষার ছবি মুক্তি পাবে, সবমিলিয়ে এই সংখ্যাটা যে আরও বাড়তে পারে, সে বিষয়েও নিশ্চিত এক শ্রেণী। শাহরুখ খান, রজনীকান্ত, সানি দেওয়ালের পরীক্ষার পালা শেষ এবার সামনে দুই তরূপের তাস। রণবীর কাপুর ও সলমন খান, এখন দেখার ৫০০ কোটির গন্ডি পেরিয়ে সেরার তালিকায় এই দুই ছবি নাম লেখাতে পারে কিনা।