Rakesh Kumar Death: কেরিয়ার গড়ে দিলেন যে পরিচালক, তাঁর মৃত্যুর পর অনুপস্থিত কেন অমিতাভ?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 14, 2022 | 1:15 PM

Amitabh Bachchan: দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগে অবশেষে পরলোক গমন করেছেন ৮০ বছর বয়সি বলিউড পরিচালক রাকেশ কুমার। তাঁরই স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল মুম্বইয়ে, যেখানে অনুপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন।

Rakesh Kumar Death: কেরিয়ার গড়ে দিলেন যে পরিচালক, তাঁর মৃত্যুর পর অনুপস্থিত কেন অমিতাভ?
কথা বলেননি অমিতাভও। কিছুক্ষণ পর বাবার ঘর ছেড়ে নিজের ঘরে চলে যান তিনি। সকাল যদিও তাঁর জন্য লিখেছিলে অন্য এক গল্প। ওই দিন ঘুম থেকে তুলেছিলেন বাবা-ই...

Follow Us

দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে ১০ নভেম্বর না-ফেরার দেশে চলে গিয়েছেন ৮০ বছরের পরিচালক রাকেশ কুমার। তাঁর স্মৃতির উদ্দেশে মুম্বইয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়। তারকাখচিত স্মরণসভায় বাদ যাননি কেউই। উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শাবানা আজ়মিরা। কেবল দেখা মেলেনি অমিতাভ বচ্চনের। যে পরিচালক অমিতাভের কেরিয়ার তৈরি করতে অনেকটাই সাহায্য করেছিলেন, তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে কেন এলেন না বিগ বি?

পরিচালকের স্মরণসভায় না আসার কারণও ব্যাখ্যা করেছেন বিগ বি। নিজের ব্লগে লিখেছেন, “আমি ওঁর শ্রাদ্ধানুষ্ঠানে যেতে কুণ্ঠাবোধ করছি। ওরকমভাবে রাকেশকে আমি নিজে চোখে দেখতেই পারব না। রাকেশ, তোমার গল্প ও ছবি আমাদের অনেকের কেরিয়ার তৈরি করে দিয়েছে। আমাদের অনেক সুখ্যাতি এনে দিয়েছে। তোমাকে আমরা কেউ-ই ভুলব না।”

বলাই বাহুল্য, রাকেশ কুমার অমিতাভ বচ্চনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জুড়ে আছেন। ৮০ বছরের অমিতাভের কেরিয়ারের গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কিছু ছবি, যেমন ‘মিস্টার নটবরলাল’, ‘দো অউর দো পাঁচ’, ‘ইয়ারানা’ পরিচালনা করেছিলেন রাকেশ।

১৯৭৭ সালে পরিচালনায় হাতেখড়ি হয়ে রাকেশ কুমারের। সেই ছবির নাম ছিল ‘খুন পাসিনা’। তার আগে ১৯৭৩ সালে প্রকাশ মেহরা পরিচালিত জনপ্রিয় ‘জ়ঞ্জির’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন তিনি। তালিকায় ছিল আরও কিছু জনপ্রিয় ছবির নাম। যেমন ‘কমান্ডার’, ‘কৌন জিতা কাউন হারা’, ‘সূর্যবংশী’।

প্রয়াত পরিচালকের পরিবারে আছেন তাঁর বৃদ্ধা স্ত্রী, পুত্র এবং কন্যা।

Next Article