গত বছর নভেম্বর মানে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে মুক্তি পায়। কোভিড মহামারী লকডাউনকে সামনে রেখে ওটিটিকে বেছে নিয়েছিলেন নির্মাতারা। রিলিজের পর দর্শকদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। ‘লক্ষ্মী’ মুক্তির কয়েক মাস পর, এল এক নতুন খবর তুষার কাপুর, ‘লক্ষ্মী’র অন্যতম প্রযোজক, সেই তুষার নিজের পরবর্তী প্রযোজনার ঘোষণা করতে প্রস্তুত। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে তুষার স্বয়ং সেই ফিল্মে উপস্থিত থাকবেন।
এক সূত্রের খবর, “হ্যাঁ, তুষার কাপুর একটি প্রোজেক্ট এবং তার সমস্ত কাজকর্ম চূড়ান্ত করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করবেন। তবে এই মুহূর্তে ফিল্মের সম্পর্কে আলোচনা তাড়াতাড়ি হয়ে যাবে।“ সূত্রের আরও খবর, “শাবিনা খান তুষার-এর সঙ্গে এই প্রজেক্টে সহ-প্রযোজনা করবেন, এবং মজার বিষয় হল ছবিতে তুষার অভিনয়ও করবেন।”
ফিল্মটির গল্পের বিষয় বর্তমানে কিছু জানা যায়নি, তবে আগামী সপ্তাহের আগে গোটা বিষয়টির ঘোষণা হবে বলে বলিমহলে আশা করা হচ্ছে।